১০ম: এমটিটি টার্বাইন স্ট্রিট ফাইটার: তালিকার দশ নম্বরে থাকা এই বাইকটির টপ স্পিড- ২০০ মাইল প্রতি ঘণ্টা। ৪২০ হর্স পাওয়ারের এই সুপার বাইকটির দাম প্রায় ১,৭৫,০০০ ডলার।
৯মঃ ডুকাটি টেস্টা স্ট্রিট্টা এনসিআর: তালিকার ন’নম্বরে থাকা এই বাইকটির টপ স্পিড- ৪০০ মাইল প্রতি ঘণ্টা। ১৮৫ হর্স পাওয়ারের এই সুপার বাইকটির দাম প্রায় ২,২৫,০০০ ডলার।
৮মঃ ডুকাটি ডেসমোসেডিসি ডি১৬আরআর: তালিকার আট নম্বরে থাকা এই বাইকটির টপ স্পিড- ২০০ মাইল প্রতি ঘণ্টা। ১৯৭.৩ হর্স পাওয়ারের এই সুপার বাইকটির দাম প্রায় ২,৩২,০০০ ডলার।
৭মঃ ইকোস টাইটেনিয়াম এফই টিআই এক্স এক্স: তালিকার সাত নম্বরে থাকা এই বাইকটির টপ স্পিড- ১৯৭ মাইল প্রতি ঘণ্টা। ২২৫ হর্স পাওয়ারের এই সুপার বাইকটির দাম প্রায় ৩,০০,০০০ ডলার।
৬ষ্ঠঃ ডজ টোমাহক ভি ১০ সুপার বাইক: তালিকার ছ’নম্বরে থাকা এই বাইকটির টপ স্পিড- ৩০০ মাইল প্রতি ঘণ্টা। ৫০০ হর্স পাওয়ারের এই বাইকটির দাম প্রায় ৫,৫০,০০০ ডলার।
৫ম: হার্লে ডেভিডসন কসমিক স্টারশিপ: তালিকার পাঁচ নম্বরে থাকা এই বাইকটি বহু বিখ্যাত হলিউড এবং বলিউড নায়কদের স্বপ্নের তালিকায় রয়েছে। অনেক শৌখিন বাইকারদের পছন্দের তালিকার প্রথমেই রয়েছে এই সুপার বাইকটি। এর দাম প্রায় ১০,৫০,০০০ ডলার।
৪র্থ: ইয়ামাহা বিএমএস: তালিকার চার নম্বরে থাকা অত্যন্ত শৌখিন এই বাইকটির টপ স্পিড প্রায় ৫৮ মাইল প্রতি ঘণ্টা। ১৭০০ সিসি ডবল ইঞ্জিনের এই বাইকটির দাম প্রায় ৩০,০০,০০০ ডলার।
৩য়: ইকোস স্পিরিট: তালিকার তিন নম্বরে থাকা এই সুপার বাইকটির টপ স্পিড প্রায় ২৩০ মাইল প্রতি ঘণ্টা। ২০০ হর্স পাওয়ারের তিনটি ইঞ্জিনের এই বাইকটির দাম প্রায় ৩০,৬০,০০০ ডলার।
২য়: ১৯৪৯ ই ৯০ এজেএস পর্কুপাইন: তালিকার দু’নম্বরে থাকা শৌখিন এই বাইকটি বিগত পাঁচ দশক পেরিয়েও অনেক প্যাশনেট বাইকারদের পছন্দের তালিকায় রয়েছে, ৫০০ সিসি-র এই বাইকটির দাম প্রায় ৭০,০০,০০০ ডলার।
১ম: ফাইটার: নেইম্যান মার্কাসের লিমিটেড এডিশনের এই বাইকটি বিশ্বের সবচেয়ে দামী দশটি বাইকের তালিকার এক নম্বরে রয়েছে। বাইকটির টপ স্পিড প্রায় ২৩০ মাইল প্রতি ঘণ্টা। এই সুপার বাইকটির দাম প্রায় ১১০,০০,০০০ ডলার।
ছবি, দাম, নাম, মূল্য সবই ইন্টারনেট থেকে নেওয়া।
আজ এ পর্যন্ত থাক
আবার দেখা হবে।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫২