অফিসের পর কলিগদের সাথে গতকাল আল-রাজ্জাকে গেলাম কিছু খাওয়ার জন্য। অনেক নাম শুনেছি, কিন্তু এর আগে আসা হয়নি। যাই হোক আট জনের দলে আমরা সাত জনই নতুন এই রেস্টুরেন্টে। বস ট্রিট দিচ্ছেন। বস কবে যেন এই রেস্টুরেন্টে সকালের নাস্তা খেয়ে পুরোপুরি ভক্ত যাকে বলে।
যাই হোক আমাদের উদ্দেশ্য ছিল হালকা নাস্তা। অর্ডার দেওয়া হোল সে হিসেবে। খাওয়া শুরু হলে আমরা সবাই বিস্মিত। এত স্বাদের রান্না এবং প্রতিটা আইটেম এত মজার যে আমরা একের পর এক অর্ডার দিতে থাকলাম। হালকা নাস্তার জায়গায় পরিপূর্ণ ডিনার সেরে নিলাম।
আমি মানুষটা কখনই ভোজন রসিক ছিলাম না। কিন্তু আল-রাজ্জাক রেস্টুরেন্টে খাওয়ার পর মনে হোল আপনাদেরকে একবার অন্তত জানানো উচিৎ। গ্রেট মিস করবেন আল-রাজ্জাক রেস্টুরেন্টে না খেলে। আপনার পরিচিত যারা আল-রাজ্জাক রেস্টুরেন্টে গিয়েছেন তাদের সাথেও আলোচনা করে দেখতে পারেন। সবাই এক কথায় বলবে দারুণ।
আল-রাজ্জাক রেস্টুরেন্টের ঠিকানা হোল ২৯/১ নর্থ সাউথ রোড, বংশাল, ঢাকা-১১০০ অথবা আরো সহজ করে বলতে গেলে গুলিস্তান বিআরটিসি বাস কাউন্টারের মোড় থেকে সদরঘাটের দিকে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তা দিয়ে বংশাল চৌরাস্তা সংলগ্ন রাস্তার ডান পাশে এই রেস্টুরেন্ট অবস্থিত।