শুধু ভালোবাসা পাইনি বলে বালিকা
নাহয় আইন করে থামিয়ে দিতাম একদিনের মেকি উৎসব
বাধ্যমূলক ভালবাসা বর্ষ পালন হতো বিশ্বজুড়ে
উড়াল রিকশার মুখর মিছিলে কাঁপিয়ে দিতাম রাজপথ
সিগারেটের আগুন পুড়তোনা একটিও নিষ্পাপ ঠোঁট
বখাটে তরুণেরা শিস্ বাজিয়ে জানিয়ে দিতো ভালবাসার কথা
নিকোটিবিহীন বাতাসে বুক ভ’রে নিঃশ্বাস নিতো নগরবাসী
মোড়ে মোড়ে পানশালার পরিবর্তে শোভা পেত বাহারি গোলাপ বিতান
নিদারুণ অবহেলায় ফিরে গেছো বলে
নইলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীটা কার্যকর হতো না
দেশ চলতো জনগণের ইচ্ছায়
ব্যালট বিপ্লবে ইতিহাস হয়ে যেত বাকশালের উত্তরসুরীরা
শুধু চোখ ফিরিয়ে নিয়েছো বলে
নাহয় জন্ডিস রোগটা মহামারি আকার ধারণ করতোনা
উদ্ধত অস্র নামিয়ে নিয়ে
জনসেবায় নিয়োজিত হতো বাংলাদেশ পুলিশ
ফেসবুকে ফাঁস হতোনা একটিও পরীক্ষার প্রশ্ন
সন্ত্রাসী হয়ে উঠতোনা সোনার ছেলেরা
প্রিয় ক্যাম্পাসে রক্তের পরিবর্তে
রং ছড়াতো হাজারো কৃষ্ণচুড়া