যখন আমি হারিয়ে যাবো
তুমি ভেবোনা গল্পটা এখানেই শেষ
না।
এই গল্পের কোন দৈর্ঘ্য-প্রস্থ নেই
নেই সময়ের ফ্রেম
এই গল্প এগিয়ে যাবে মহাকালের পরিক্রমায়
যতদিন আমি না জিতবো
এই খেলা শেষ হবেনা
এই গল্পের শেষটা আমি লিখে রেখেছি আর জনমে
যার একটি দৃশ্যও বদলানো যাবেনা
পরিবর্তন কিংবা পরিমার্জন হবেনা কোনো শব্দের
দাঁড়ি-কমাগুলোও থাকবে আগের মতই
আর শেষ লাইনে থাকবে একটা আশ্চর্য্যবোধক চিহ্ন
শুধু তাদের জন্য, যারা আমাকে হারিয়ে দিয়েছিল।
যখন আমি হারিয়ে যাবো
তুমি ভেবোনা আমি আর ফিরবনা
আমি বারবার জন্ম নেব
চন্দ্রাহত বালকের অতৃপ্ত আত্নায়