যদি মরে যাই আসছে শীতে,
তুমি কী একা জেগে কাটিয়ে দেবে এমন দীর্ঘ রাত ?
পরপারে একসাথে যাবার মিথ্যে দিব্যি ভুলিয়ে দেবে না তো
বেঁচে থাকার এই তৃষ্ণার্ত আকুতি!!
স্বপ্ন মানেই দুঃস্বপ্নের খোলা মাঠ
রোজ রাতে মুগ্ধতার পসরা বসে।
যখন চোখে-মুখে পাপ থাকে তখন দৃষ্টি থাকে খানিক দূরে
হয়তো আবছা, হয়তো আলো ঝলমল।
তোমার থেকে দূরে, আরো দূরে, চালতা ফুলে যে সকাল হয় তারাও জানে
একদিন এমনই এক শীতকালে আমিও শিশির হব আধফোটা ভোরে ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০