প্রিয় পারমিতা,
ধরো মরেই গেলাম এক সকালে,
পারলে সময় করে কফিনে ঠুকে দেওয়া শেষ পেরেক টা ছুয়ে দেখো,
দেখবে কতখানি জীবন্ত আমি.....
যদি মরেই গেলাম ভোর না হতেই,
বেলা বাড়লে সাদা শাড়ির সফেদ বোঝা চাপিয়ে দিলো সমাজ তোমায়,
তবু হাতে সময় রেখো, তোমার শাঁখা সিদুরে ঠাকুর দেবতায় জল টুকু দিও আলতা পায়ে...
না হয় ছেড়েই গেলাম তোমার ছায়াপথ,
তবু সময় করে উঠানে এলে পাখ শালিকের খাবার দিও,
পৌষের বাতাস এলে জানলার কপাট খুলে বসে থেকো,
বনে বাঁশপাতালী ফুল ফুটলে খোঁপার বাধন আলগা রেখো...
উজানের জল গড়ালে সাধের শরীর ভাসান দিও বিসর্জনে।
ধরো মরেই গেছি, তবু মায়া রেখো না.....
মায়া বড্ড খারাপ জিনিস, যতখানি না খারাপ তারথেকেও বেশি লণ্ডভণ্ড করে দেয় রুহুর ভেতর ।
ইতি,
অবলাকান্ত
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০