ভোর রাতের স্বপনে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দউলার দেখা পেলুম।
হুজুরকে সকাতরে জিজ্ঞাসিলুম,
"আজ্ঞে কর্তা,
বাংলার এই হাল-জামানার খরায়,
মনে কি সাধ জাগে আবার ফিরিয়া আসিতে এ ধরায়?"
নবাব কাতরে গতরে কাপন তুলিয়া কহিলেন,
"ওরে শোন...
ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা ২০০ বছর শোষণ করিয়া
যে ক্ষতি সাধন করিতে পারে নাই মোদের ধরিয়া ;
এযুগের আলেয়া*রা তাহা প্রতি রাতে লইতেছে শুষিয়া
যুবকের মুঠোফোন হইতে প্রতি পয়সা চুষিয়া চুষিয়া।
তাহার পরেও ফিরিয়া আসিতে কহিতেছিস তুই মোরে?
এ দুঃখ হেথায় রাখিনু কোথায় রাখিনু ধরে?"
আমি করুনা স্বরে কহিনু,
"মাফ করবেন হুজুর,
পাল্টেছে সময় ক্ষণ;
এখন আর ১ টাকায় যায়না পাওয়া মোটা চাল আট মণ।
আর তাহারাও(যুগল) তো নিরুপায় ;
তবে এখন কি উপায়?"
নবাব রাখিলেন জবাব, "হতচ্ছাড়া হয় কিছু একটা কর,
নচেৎ নিজেই প্রেমে ডুবে মর"
*আলেয়াঃ নবাবের একান্ত গুপ্তচর ও বাইজি এবং একই সাথে কিঞ্চিৎ প্রণয়সখী