কিছু অনুভূতি সচরাচর প্রকাশ করা যায় না । গেলেও সবার কাছে তা প্রকাশের যথার্থ শব্দ থাকে না । আমার কাছেও নেই । কেবল বলতে পারি এক অদ্ভূত মন ভালো করা আবেশে বুক ভরে আছে । - "The Age Of Adaline" মুভিটি দেখা শেষে অনুভূতি প্রকাশের এই কটা লাইনই খুঁজে পেয়েছি । কিছু মুভি কখনো দিনে দেখতে নেই । এই মুভিগুলোর জন্য দরকার একটু গভীর রাত আর একটি নিবিষ্ট মন । The Age Of Adaline এমনই একটি মুভি । কেউ যদি হাই বাজেটের ডিজাস্টার মুভি দেখতে দেখতে বিরক্ত ; তাদের জন্য The Age Of Adaline একটি সাধারণের মাঝে অসাধারণ তৃপ্তিময় মুভি ।
।
কাহিনী সংক্ষেপ - প্রতিটা মানুষই জীবনের কোন না কোন ভাবে ভেবেছে - যদি অনন্তকাল ধরে বেঁচে থাকা যায় ! কোন একটি নির্দিষ্ট বয়সে ! কেমন হতো ! এই মুভিটি এই রকমই একটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছে । ১৯০৮ সালে এডালিন নামে এক মেয়ে জন্মগ্রহণ করে । পূর্ণ বয়সে বিয়েও করে , মেয়ে জন্মে এবং বিধবাও হন । সিজনের প্রথম তুষারের আবির্ভাবের এক রাতে এডালিন এক্সিডেন্ট করে । ঠান্ডা পানিতে তার তাপমাত্রা নেমে যায় ৮৭ ড্রিগ্রি , চলে যায় মৃত্যুর খুব কাছাকাছি , এমন সময় বজ্রপাত হয় আর এডালিন বেঁচে যায় । ব্যস থেমে যায় তার বয়স । ঠিক ২৯ শেই । এই আশীর্বাদ অচিরেই অভিশাপ হয়ে দাড়ায় । সবাই প্রশ্ন করতে থাকে, সরকারী দফতরের লোক তাকে খুঁজতে থাকে । অস্থির হয়ে একদিন এডালিন পালায় । নিজের মেয়ের থেকে , ভালোবাসার মানুষটির থেকে । এরপর একদিন সিজনের প্রথম তুষার আবার তার বুকে নামে । শরীরের তাপমাত্রা নেমে যায় ৮৭ ডিগ্রি । তবে জিউসের সে থান্ডার আর দেখা যায় না ,,,,,
।
The Age of Adaline - Official Trailer
এডালিন রূপী Blake Lively । তার অভিনয় ,তার পরিমিত সজ্জার রূপ এই সবের ব্যাখ্যা দিতে হলে লিখাটি ক্রমশ বৃত্ত থেকে বৃহত্তর হতে থাকবে তাই সেদিকে গেলাম না । তবে এতটুকু বলবো এই সৌন্দর্য অনেকদিন চোখে লেপটে থাকলে ।
ব্যাক্তিগত ভাবে মনে করি এই IDMb 7.2/10 পাওয়া মুভিটি সার্থক করার প্রায় পুরো ক্রেডিটটুকু যাবে J Mills Goodloe আর Salvador Paskowitz চিত্রনাট্যের উপর । বাকিটা অন্যান্যদের । ধন্যবাদ তাদের যারা মুভিটিতে ভালো লাগার এই মিষ্টি আবেশ ভরে রেখেছে ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৬