কথা ছিল দেখা হবে সাড়ে আটটায়। কিন্তু বাস্তবে দেখা গেল শুক্রবারের শীতের ঘুম ভেঙ্গে উপস্থিত হয়েছেন শিপু, ছোট মির্জা, জাহাজী পোলা আরো কয়েকজন। বিজয় দিবসে র্যালী করার অভিজ্ঞতা থেকে জানি আসতে আসতে সবারই একটু দেরী হয়ে যাবে। বাস্তবেও তাই হয়েছিল। কিন্তু এতে র্যালীর রং কমেনি এতটুকুও। ব্লগারদের সমাবেশ আস্তে আস্তে জমে উঠেছিল বেশ। যদিও অংশগ্রহণকারীর সংখ্যা আরো বেশি হবার প্রত্যাশাই ছিল সবার মনে।
তো চলুন দেখে নেয়া যাক, ব্লগারদের বিজয় র্যালী ছবিতে ছবিতে।

আমাদের স্বাধীনতার পতাকা সারা বছর জুড়েই দেখতে চাই, কেবল বিশেষ কিছু মাসে বা দিনে নয়।

সকালের ঘুম ভাঙ্গা মির্জা আর শিপু

নতুন ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন ব্লগার রা

মুক্ত ব্লগও এসেছিল তাদের নিজস্ব ব্যানার নিয়ে

জ্বলজ্বল করছে আমাদের স্বাধীনতার প্রতীক

ব্লগার এ্যাডমিনদের জীবন সঙ্গীনি

প্রজন্ম ব্লগের রাজু, সস্ত্রীক

আসিফ মহিউদ্দীন

ব্লগার তানজিনা

ব্লগার আইরিনের মাথায় ব্যান্ড পরিয়ে দিচ্ছেন জানা

ব্যানার ফেস্টুন হাতে ব্লগারদের র্যালী শুরু

এগিয়ে চলেছে র্যালী শহীদ মিনারের দিকে

এগিয়ে চলেছে র্যালী শহীদ মিনারের দিকে

এগিয়ে চলেছে র্যালী শহীদ মিনারের দিকে

ভ্রাম্যমান ফটোগ্রাফারগণ

র্যালী শহীদ মিনারের পাদদেশে

শহীদ মিনার আমাদের সবকিছুরই প্রাণকেন্দ্র

বায়ে বাংলা নিউজ২৪ এর ব্যানার

যেমন রয়েছে মুক্ত ব্লগও

আমাদের স্বাধীনতার প্রতীক

পাবলিক লাইব্রেরী চত্ত্বরে ব্লগারদের আড্ডা

শামীম পিঠা বিতরণে ব্যস্ত

রাজাকারমুক্ত দেশ চাই আমরা সবাই

চাই স্বাধীন মুক্ত ব্লগোস্ফিয়ার