সামহোয়ারইনের বিভিন্ন ব্লগারের প্রকাশিত লেখা নিয়ে প্রথম বই বের হয়েছিলো ২০০৬ এর ফেব্রুয়ারীতে। 'অপরবাস্তব' নামে। ব্লগসংকলন বাংলাদেশে ঐ প্রথম। প্রতিবছর সে ধারাবাহিকতা অক্ষুন্ন রয়েছে। যখন প্রথম উদ্যোগ নেয়া হয় - তখন ব্লগ মত প্রকাশের নতুন ক্ষুরধার প্রান্তর, বৈচিত্রের বৈভবে আর উত্তেজনায় আধুনিকতম এমনকি উত্তরাধুনিকও কখনো সখনো। ভার্চুয়াল শক্তি ও ক্ষমতার চিত্রল কাঠামোতে পরাবাস্তবীয়। বাস্তব ছাড়িয়ে আর্ন্তজালের অপর বাস্তবে ।
'অপরবাস্তব' হাজারো ব্লগারের অবদানে এখন ব্লগের সবচেয়ে অভিজ্ঞতালব্ধ সংকলন। প্রতিবছর ব্লগারদের মধ্য থেকে এক/একাধিক সম্পাদক নির্বাচন করা হতো, কিন্তু এবছর অপরবাস্তব সম্পাদন করবেন উদ্যোক্তরাই - বাকীবিল্লাহ, রাশেদুল হাফিজ, কৌশিক আহমেদ, অন্যমনস্ক শরৎ, সাদিক মোহাম্মদ আলম, লোকালটক এবং প্রকাশিত হবে 'শুদ্ধস্বর' থেকে।
কাজেই ২০১১ এর ফেব্রুয়ারীতে প্রকাশিতব্য সংকলনটির নাম হবে অপরবাস্তব-৫। এতে নির্বাচিত নানা বিষয়ের পোস্ট প্রকাশিত হবে। এর মধ্যে আমি সাদিক ও রাহা কাজ করবো বিতর্ক/প্রবন্ধ/নিবন্ধ নিয়ে এবং কৌশিক, বাকী ও লোকালটক কাজ করবে গল্পধর্মী ব্লগ নিয়ে এবং ভিন্ন একটা পোস্টে আপনাদের সহযোগিতা চাইবেন।
এই পোস্টে তুমুল তর্কমূলক লেখা বাছাইয়ে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা ছাড়া এই হাজার হাজার পৃষ্ঠার ভিড় থেকে দারুণ পোস্ট গুলোকে খুঁজে বের করা মোটেই সম্ভব নয়। আপনাদের মনোনয়ন জমা দেবার শেষ তারিখটাও জানিয়ে রাখি এই ফাঁকে, ১০ ই নভেম্বর ২০১০। অর্থাৎ ২০১০ এর ১লা জানুয়ারী থেকে ১০ ই নভেম্বরের মধ্যে পোষ্টকৃত লেখাগুলোই মনোনয়নের আওতায় আসবে। এই পোষ্টের মন্তব্যের ঘরে লিংক হিসেবে আপনাদের মনোনয়নগুলো দিয়ে দেয়াটাই সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করি। নিজের বা অন্যের লেখা মনোনয়ন করুন। সবাইকে অগ্রিম শুভেচ্ছা আর অভিনন্দন।