আমিনুল হক শান্ত
নাহিদদের অর্ধ্বসমাপ্ত বাড়িতে
একটেরে নিঝুম দুপুরগুলো,
কোলাহল থেকে দূরে,
ঘুলঘুলি পথে অলস নিমগ্নতায়,
খুব সন্তর্পণে দেয়াল বেয়ে নেমে আসত
ধীরে ধীরে, প্রতিদিন।
সেসব অবশতার অনুসঙ্গ হয়েই,
মৃদু কোমল এক সলাজ হাসি
ছড়িয়ে ঠোটে, ধীর কদমে
দরজার ফ্রেম জুড়ে এক কাপ অতুলনীয় চা হাতে, নাহিদ এসে বসত সোফাটায়!
তখন খুব উদাস দুপুর, শহরের শরীর বেয়ে বেয়ে,
ঝিমুনি ধরিয়ে দিত, কী এক মায়াজাল!
গল্প জুড়ে থাকত সমকাল,
কবিতা ও গল্প, গারো পাহাড়,
আর সাঁওতালদের জীবন
কোন উপন্যাসের চরিত্র।
সেসব কিছু আর মনে নেই এখন, মনে পড়ে
কেবল নিঝুম সেসব একটেরে দুপুরগুলো।
দেহাতীত সেসব হিরন্ময় দুপুর,
নিষ্কাম মেদুর অভিজ্ঞান, বন্ধুতা।
নাহিদদের বাড়িতে,
তেমন দুপুর আর আসে না এখন।
সেপ্টেম্বর ১৯, ২০২১
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:০৮