সুন্দর এই একঘেয়ে শহরে,
সবচেয়ে আকর্ষনীয়া যে নারী,
আর সবচেয়ে মেধাবী যে পুরুষ,
ধীরে ধীরে মনোটনাস হয়ে উঠে
তারাও শেষাবধি।
তবু তারা ঘর করে, সংসার করে
সন্তান সন্ততি প্রেম নিয়ে তাদের সম্পন্ন গৃহ!
যান্ত্রিক সুন্দরের এই আকাংখা
আরও কিছু বস্তুবাদী উন্নয়ন।
এসব না করেই বা কি করা?
ঈশ্বরে প্রশান্তি?
পরলোকে সুখের আশা?
একটা বিপ্লব?
সমাজটাকে ভেঙ্গে নতুন কিছু?
তারও লক্ষ্য তো সেই সুখ আর সমৃদ্ধি,
সম্পন্ন বেঁচে থাকা! তবে?
আর কী তবে?
সুন্দর এই মনোটনাস শহরে?
২১ জুলাই ২০২০
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২০ রাত ৩:০৪