> স্পার্ম হোয়েলের ব্রেইনের ওজন ৮ কেজি।
> হাতির ব্রেইনের ওজন ৫ কেজি।
> উটের ব্রেইনের ওজন ৬৮০ গ্রাম।
> বিড়ালের ব্রেইনের ওজন ৩০ গ্রাম।
> ব্যাঙের ব্রেইনের ওজন ০.১ গ্রাম।
> মানুষের ব্রেইনের (মগজ) ওজন ১.৩ থেকে ১.৫ কেজি। আর বানর এর ব্রেইনের (মগজ) ওজন মাত্র ১৮০ গ্রাম !
হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ ।
মনে হচ্ছে, বানর থেকে মানুষে রূপান্তরিত বিশ্বাসীদের ব্রেইন(মগজ/ঘিলু) পরীক্ষা ও গবেষণার বিষয়টি বর্তমানে খুবই জরুরী হয়ে পড়েছে !!
এ সম্প্রদাভুক্তদের ঘিলু আসলেই কম কি-না !! কম না হয়ে থাকলে, মানুষে রূপান্তরের সময় ব্রেইনের ওজন বৃদ্ধি পেল কিভাবে ??
হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ (নাটকের ওয়ার্কশপে শিখেছি; আট টি ব্রেক দিয়ে যে হাসি, তার নাম অট্টহাসি) !!
আবারও হাসি!
আবারও!
আবার ¡¡!!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪১