-----সামস রবি
কোটি বছর আগে থেকে আমি স্বাধীনতার খোঁজে
স্বাধীনিতা পেয়ে বার বার হয়েছি পরাধীন,
কখনো নিজেকে নিজে দিয়েছি সপে
কখনো ভুল স্বপ্নে করেছি আলিঙ্গন।
অদৃশ্য শিকলে বন্দী হয়ে
চাবি ফেলেছি ছুঁড়ে,
অন্ধের কাছে কলম রেখে
আপন হাতে দৃষ্টি তুলেছি উপড়ে।
পরাধীন হতে হতে আমি আজ ক্লান্ত
আজ আমার বিবেক, মন, দেহ, স্বত্বা ,
পূর্ণাঙ্গ পরাধীনতায় আবদ্ধ,
নিজেকে করেছি বোধহীন; দূরে রেখে সত্য।
যে হতাশায় ভরে গেছে হৃদয়ের মহাশূন্য
সে হতাশা অমর হয়েছে মরে,
বিশ্বাস আর ভরসার মহান বানী
গত হয়েছে আশার বুক ক্ষত করে।
নিরাশার কাছে হাত পেতেছি,
ক্ষমতার কাছে বিক্রি করেছি বোধ
আমার কাছে আমার নাই কিছু,
নত হয়েছে মনুষ্যত্বের সকল ক্রোধ।
আকাশ আমাকে ঘৃণা করে, প্রকৃতি আমাকে ঘৃণা করে
ঘৃণা করি নিজেকে নিজে,
বাতাস বয়ে বেড়ায় বিষ
সবুজ অরণ্য ছাই করে, রয়েছি মিথ্যার আশায় বেশ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭