______________সামস রবি
আমি শুধু-ই তোমার জন্য একটা কবিতা লিখবো
না না শুধু তোমার জন্য হবে কেন আমাদের জন্য দু'জনের জন্য
যেখানে তুমি শুধু নারী নও, আমি শুধু পুরুষ নই
আমরা মানুষ, কেউ কারো প্রতিবন্ধকতা নই-
হব বেঁচে থাকার সারথি।
যেখানে জ্যোৎস্না আমাদের অমাবস্যাও আমাদের,
ভোরের কুয়াশা, ঘাসের শিশির বিন্দু, বৃষ্টির রিনিঝিনি সব আমাদের
কোকিলের সুর, পদ্মা নদীর মাঝির পাল তোলা গান
কাশফুলের পালক আমের বাগানের ঘ্রাণ শুধু আমাদের।
আমাদের নগ্নতা শুধু-ই আমাদের, ছিটেফোঁটাও কারো নয়
এই সমাজ এই প্রকৃতি এই বিধান দিয়েছে আমাদের সেই স্বীকৃতি।
তবে এর কোন'টাই নয় আধুনিকতার নামে নগ্নতাকে প্রশ্রয়, নিজেকে পণ্য করার
নিজেকে নিজে যৌন দাসীর রূপে আত্মাহুতি দেওয়ার।
তুমি ভুলতে পারোনা সেই কথা, যে বিধান তোমাকে দিয়েছে অধিকার
বানিয়েছে আমার সহযোগী, রক্ষা করেছে দাসত্ব থেকে
যৌন দাসী থেকে, জীবন্ত কবর থেকে উঠিয়ে -
বলেছে তোমায়, তুমি শুধু নারী নও, তুমি মনুষ্য আমার অর্ধাঙ্গিনী।
তবে মনে করোনা এটা দয়া, করুণা, এটা তোমার অধিকার,
যা পুরুষ লালস্য সমাজ থেকে তোমাকে মুক্ত করার।
এই পৃথিবী, এই প্রকৃতি, সুখ, দুঃখ, পাপ, পূর্ণে শুধু তুমি দায়ী নও
আমিও সমান দায়ী।
আমাদের প্রতিটা দিন হবে অসমাপ্ত, তৃপ্তি-হীন
প্রতিটা সময় হবে নতুন করে প্রেমে পড়ার
জীবন ডায়রীর শেষ পাতাটিও হবে আফসোস করে কিছু লেখার, যদি আরেকটু সময় পেতাম..........
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ দুপুর ২:০৯