ফুদাই এত্তো পেইন লইয়া দুর্গাপুজা
সরকারী কর্মচারীরার পূজাত কোনো সরকারী ছুটি নাই থাকলেও একদিন। আর পূজা চারদিন। কোনো কোনো পূজাত ছুটিও নাই। পুজার দিন বাপে পোলাপান নিয়া মন্ডপ ঘুরব কেমনে অফিস কইরাই কুল পায় না।
আবার স্কুল কলেজ ভার্সিটির পরিক্ষা পুজার পরদিনি।
ভার্সিটির ভর্তি পরিক্ষা গুলা তো পারেনা খালি পূজার দিনি দিয়া দিতে।
আর কত কত চারকরি পরিক্ষা তো পূজার দিনেই পারফেক্ট টাইম।
স্টুডেন্ট রা পূজার আগে পরে মজ মাস্তি কি করবো মানসিক প্রেসারেই থাইকাই কুল পায় না।
আরো তো আগে দেখতাম সবাই কইত ধর্ম যার যার উৎসব সবার। ও ভাই এই সহজ কথাটা যে এতো কম্পলিকেটেড বিশ্লেষণ হইব এইটা আমি কি জানবাম মা দূর্গাও মনে হয় জানতো না। কোনো এক মুসলিম ভাই ব্রাদার পূজার শুভেচ্ছা জানাইয়া ফেসবুক স্ট্যাটাস দিলে এইনে আমি এইনে ফিরতি শুভেচ্ছা জানাইতে গিয়া দেখি ১০ জন আরও কেন জানাইলো! কেন এই গুনাহ এর শামীল হইল! এইডা দেইখা নিজেই লজ্জা পইড়া যাই। আর মনে মনে কই ভাই পিড়িত তো দেখাইলা, এখন বাশ টা তুমি সহ আমগোর পেছন দিয়া ভরার ধাক্কা পুক্কি চলতাসে।না কইলেই পারতা অন্তত ১০ বেডার কাছে এইসব কথা শুনতে হইতো না।
পরে মূর্তি গুলা কেন বাশ দিয়া ঠেক দেয়া হয় এইসব লইয়া তো ট্রল আছেই। মূর্তি ভাংগাটাই তো একটা এখন দায়িত্ব কর্তব্যের মাঝে পইড়া গেসে। আমার এলাকা পুরা পুরি অসাম্প্রদায়িক। কইতে সরম লাগে আমার এলাকার মূর্তিও কোনো একবার ভাঙ্গা হইসিলো। আর বছর বছর পুজার বেপারেএ কত্ত রেস্ট্রিকশন যে বাড়তাসে হয়ত আগামী পূজাতেই পুজার মন্ডপে এটেন্ড করাটা এখন বিরাট বেপার হইয়া দাড়াইব। পুরোহিত মশাই রে জুমে একাউন্ট খুলাইয়া দিয়া কইবো পাড়ার সকলেরে নিরাপত্তার স্বার্থে জুমে অঞ্জলি দেয়াও!
উফফফ! এই যে এত্তো চাপ, এর মাঝে ৪ দিন পুজা করার কোনো মানে আছে? বাংলাদেশে ফুদাই আরেকটা ধর্মের কাউ কীর্তি লাগাইয়া আজাইরা ক্যাচাল কইরা লাভ আছে? এমনি অনেক মাওলানা হুজুর রা বলে বাংলাদেশে থেইক্কা ইসলাম মুছে দেয়ার পায়তারা চলতাসে।
অন্যের মনে কষ্ট দিয়া নিজে সুখি হইয়া লাভ আছে? সুখি আদৌ হওয়া যায়?
বাদ দেও।
শান্তির লাইজ্ঞা ধর্ম কর্ম করি।
এই ধর্মে কর্ম করতে গিয়াই যদি শান্তির মা মইরা যায়, কি দরকার এ অশান্তির মায়েরে নিমন্ত্রন দেয়ার।
এখন দেখেন ভাই, এই যে প্যান্ডেল ম্যান্ডেল ভাঙ্গলো, মূর্তি ভাঙলো সনাতনী দের ধর্মীয় অনুভূতির আঘাত এর জন্য। কিন্তু এই প্যান্ডেল গুলা দিয়াই তো কোনো এক মুসলমান ভাই পেট চালায়। আপ্নারা নিজেরা নিজেগো সজাতি গো পেটেই লাত্থি মাইরা বইলেন।
সব শেষে
দুর্গা পুজা কে আমরা বলি সার্বজনীন
আর দূর্গাপুজার মন্ত্র শুরুই হয় ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে
না না আপনাদের কইতে কই না আমরাই কইইই অঞ্জলি দেয়ার সমকা..