ব্লগ এবং ব্লগিং-এ সক্রিয় না আমি। যদ্দূর সময় পাই পড়ি। সাথে উৎসাহ মূলক মন্তব্য দিতে চেষ্টা করি।
ব্লগে কেউ আমার পরিচিত না।
কারো পোস্ট পড়ে, সৃজনশীল কিংবা উৎসাহ মূলক মন্তব্য দিয়ে আমি কিন্তু টাকা-পয়সা চাইনা! অথচ, দেখা গেছে অন্যের ব্লগে পরপর ৪/৫টা মন্তব্য দেওয়ার পরও সে আমার ব্লগে আসে নাই! আবার অনেকে আমার মন্তব্যের উত্তর না করে আরো পোস্ট দিয়েছেন ইতিমধ্যে!
আবার কেউ এমন ভাব ধরে, তার পোস্টে মন্তব্য দিয়ে বিরাট অন্যায় করে ফেলেছি!
কিছু কারণ থাকায়- আমি এখন আর অনেকের ব্লগে যাইনা।
একজন ব্লগ লেখকের প্রতি আমার কিছু কথাঃ
আপনার লিখা নির্বাচিত পোস্টের উপরে হলুদ বক্স-এ কিছুদিন ঝুলে থাকা বা নির্বাচিত পোস্টে প্রকাশিত হলেই কিন্তু বড় মাপের লিখক না আমার কাছে!
পোস্টের সঙ্গে যেহেতু মন্তব্যের ব্যাপার আছে, সেহেতু আন্তরিক ভাবে অন্যের লেখায় মন্তব্য বা অন্যের মন্তব্যের প্রতিউত্তর আন্তরিকতার সঙ্গে করলেই আপনি আমার মত পাঠকের কাছে ভাল লিখক হিসেবে স্বীকৃতি পাবেন! অন্যথায় আত্মঅহংকারের দরুন আপনাকে পাঠক হারাতে হবে!
দৃশ্য আজ বিবর্তনে অদৃশ্য!
ভাবা যায় শুধু;
যায়না ছোঁয়া তারে,
শেষ হয় হয়, হয় না তবুও
ক্লান্ত আশার ভারে!
শ্রীপ্রেম বন্ধনে;
বাসর সঙ্গমে-
যে বীজ করেছি বপন,
প্রসব হয় নাই জগতে কভূ;
সে কেবলই স্বপন!
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪০