জাগো ভাই জাগো বোন- বাঁচা আজই এই বন
তা না হলে ধিক্কার পেয়ে যাব আজীবন!
প্রতিবেশী বাবু এসে দেশটাতে হানা দেয়
মা খাঁটি; এই মাটি, পারে যদি কেড়ে নেয়!
সব পাঁঠা কথা কয় নিজেদের স্বার্থে(!)
লোভে লাভ আপনার; চাঁদে নীড় গাড়তে!
প্রতিবাদী কন্ঠে বলি মোরা বারবার
উন্মাদ শোন ওরে- বন ছেড়ে খুঁটি গাড়!
চাই শুধু ঐক্য, চাই আজি প্রতিবাদ
এই বন বাঁচাবোই; হঠাবোই উন্মাদ!
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৩