*
২০১৭ সালে বিশ্ব মানব সম্পদ সূচকে ১৩০ টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১১১তম। দেশে ৩৯ শতাংশ শিক্ষিত বেকার রয়েছে। এরপরেও বিদেশী কর্মীরা প্রতি বছর বিপুল পরিমান টাকা নিয়ে যাচ্ছে। দেশ থেকে। দেশের বিপুল শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় বাধা। "পিউ রিসার্স " সেন্টারের গবেষণা অনুযায়ী বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকরা বছরে ২০০ কোটি ডলার রেমিটান্স নিয়ে যাচ্ছে। বাংলাদেশী মুদ্রায় যার পরিমান ১৬ হাজার কোটি টাকা। দেশে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান হলে দেশের টাকা দেশেই থাকত এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতো ।
সরকারি হিসাবে বাংলাদেশে প্রায় ৮৫ হাজার বিদেশী কাজ করে। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যনুযায়ী ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশী নাগরিক বাংলাদেশে কাজ করে। তাদের প্রায় অর্ধেকই নাগরিক। ভারতীয়দের সংখ্যা প্রায় ৪০ হাজার, চীন ১২, জাপানি ৪ এবং মালয়েশিয়ার ৩ হাজার সহ অন্যান্য দেশের আছে প্রায় ৩০ হাজার। বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কর্মকর্তারা বলেছে এ সংখ্যা আরো অনেক বেশি হবে। ২০১৭ সালে ৭ লাখ লোক পর্যটক ভিসায় এসে ৬ লাখ ৪৮ হাজার ফেরত গিয়েছে বাকি ৫২ হাজার দেশেই থেকে যাচ্ছে।
'পলিসি রিসার্স ইন্সটিটিউট' আয়োজিত এক সভায় ফারুক সুবাহান বলেছেন, শুধু মাত্র ভারতীয় নাগরিকরা বছরে দেশ থেকে ৩২ হাজার কোটি টাকা ভারতে নিয়ে যান।
এমন অবস্থা চলতে থাকলে আগামী ৫ বছর অর্থাৎ ২০২৪ সালে নৈতিক মহামারীতে ভোগবে বাংলাদেশ।