সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।
গত ৭ ঘন্টায় নতুন পোস্ট নেই ; সবাই ভালোমতই উদযাপন করছে ঈদ বুঝা যাচ্ছে।ব্লগে সবাইকে ফেসবুকের মত প্রতি ঘন্টার প্রতি পদক্ষেপ দেখানো গেলে আগ্রহ বেড়ে যেতো। ব্লগে সেই সুযোগ নেই, তাই সময় ব্যয় করার প্রয়োজনবোধও নেই। ঈদ বাঙালীরা যেভাবে উদযাপন ( নামায,খাওয়া,ঘুরতে বেড়ানো, আড্ডা,আত্নীয়ের বাসায় যাওয়া) দেশের ভেতর করে থাকে। দেশের বাইরে কিছু কিছু অন্য ঘটনা ঘটতে পারে।তবে চক্রটা তেমন পরিবর্তিত হয় না।
এবারের ঈদ উদযাপনে ভিন্ন কিছু করেছেন? যা গত হয়ে যাওয়া অনেক ঈদ থেকে অমিল। যদি থেকে থাকে তাহলে জানাতে পারেন, অনেকে একটু বৃষ্টি হলে ঘুম দিয়ে রাতে উঠে দেখে শাওয়ালের চাঁদ চিকন থেকে মোটা হয়ে গিয়েছে।