স্লিপ প্যারালাইসিস সম্পর্কে আপনি নিজে অভিজ্ঞতা লাভের পূর্বে জেনে থাকলে, কি ব্যাখ্যা জেনেছিলেন। নিশ্চই ধর্মীয় ব্যাখ্যা হবে সেই ব্যাখ্যার সাথে যুক্ত হবে এ ক্যাচাল থেকে বেঁচে থাকার নিয়মকানুন।যেমন : বেঁচে থাকার কিছু নিয়ম আমি শুনেছি যে -অপবিত্র বিছানা বা নিজে অপবিত্র হয়ে শোয়া যাবে না,দু পায়ের বৃদ্ধাঙ্গুলি নাক বরাবর রাখা যাবে না, তাহলে মুক্তি পাওয়া সম্ভব হতে পারে। তবে বোবায় ধরা ও স্লিপ প্যারালাইসিস এক ব্যাপার নয়; প্রথমটায় মৃত্যু ঘটাতে পারে,পরেরটায় তা ঘটার সম্ভাবনা নেই।কিন্তু ব্যাখ্যা দিতে গিয়ে দুটোয় মিক্সড করে ফেলার সম্ভাবনা বেশি দেখা দিতে পারে শুধুমাত্র জ্ঞানের অভাবে।
যারা উনাদের অভিজ্ঞতা শেয়ার করেন, তাদের মধ্যে দেখা যায় যত ভীতিকর অবস্থায় ঘটনা উপস্খাপন করা যায় সেই প্রবণতা। এ প্যারালাইসিস 'এ সবচেয়ে খারাপ দিক হলো প্যানিক এট্যাক, এই বোধ হয় মারা যাচ্ছি সাথে যুক্ত হয় নানা পদের হ্যালুসিনেশন। সবমিলিয়ে এ অভিজ্ঞতা নিশ্চই সুখকর নয় সবার জন্য।বডি অন্যরকম আচরণ করা শুরু করে,চাইলেও নড়াচড়া করতে পারা যায় না। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইন্টারনেটে পাওয়া ছবি যাতে দেখা যায় কেউ এক শরীরের উপর উঠেছে ধর্ষণ করতে,আপনি হ্যালুসিনেশনে নিজের শরীরের ওপর অবয়ব দেখেছেন নাকি।
কিন্তু আপনি যদি জেনে থাকেন যে ,এটা তেমন আহামরি কিছুই নয় শরীরের অর্ধেক ঘুম ও অর্ধেক সজাগের একটা অবস্থা মাত্র। মৃত্যু ভীতির কোনো সম্ভাবনা নেই,হার্ট মুখ দিয়ে বের হয়ে যাবার সম্ভাবনা নেই।তাহলে আপনি নিশ্চই এনজয় করতে চাইবেন,এটা যেকোনো সাইকেডেলিক ড্রাগের ন্যায় আচরণ করতে পারে স্বল্পসময়ের জন্য। তারপর ছেড়ে চলে যায়,আপনি হাফ ছেড়ে বাঁচেন; কিন্তু যদি আশপাশের ভীতিকর অভিজ্ঞতা প্রসেস করা থাকে তাহলে হয়তো মৃত্যু প্রস্তুতি নিতে শুরু করেন।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৪