ব্লগের যা বেহাল দশা দেখা দিয়েছে, অনেক ঢোক গিলেই কমেন্ট দশে যাচ্ছে না ; পাঠক নেই।এডমিন ঘোষণা দিয়ে ব্লগ ছাড়লো ; জলদস্যু ভাইয়ের সব ফুল সবার মুখস্ত হয়ে গিয়েছে নাকি? পাঠক /কমেন্ট নেই কেন? ব্লগার গোফরান নিজের জগৎে থেকে ঠিকই বারংবার মেসেজ দিয়ে যাচ্ছে।জানা আপার মানসিক শক্তি নিয়ে পোস্ট দিলে পাঠক পাওয়া যেতে পারে।
রাজীব নুর কে অনলাইনে দেখা যায় মাঝেমধ্যে, কীবোর্ডে আঙুল চালাচ্ছেনা কেন?ব্লগার জুলভার্ন চেষ্টা করছেন সামু নিয়ে চিৎকার দিতে যে আমি মরি নি! সেমিব্যানের গাজীসাহেব ফিরবে মনে হয়? আজকে একজন দেখলাম মডেল ভাবনার বৃষ্টিভেজা বাহুর ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল দেখলাম একজন বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত,এটেম্পট নিয়ে আল্লাহ উনাকে বাঁচিয়ে দিয়েছে।অন্য আরেক ব্লগারের শিরোনাম দেখালাম " আল্লাহ সাহায্য করুণ। এভাবে চলবে কত দিন? ব্লগে ঘুমাবে না কি করবে? আল্লাহ ব্লগকে ঘুম থেকে জেগে তোলার জন্য প্রার্থনা করা দরকার মনে হচ্ছে।
শেষ কবে, এমন মহামারী লেগেছিলো? ব্লগে আমার আয়ু বেশিদিন নয়, যারা অনেকবছর ব্লগে, আপনারা জানান ব্লগ মহামারীতে পড়লে কিভাবে রক্ষা পায়?কবে ব্লগে প্লেগ দেখা গিয়েছিলো? ক্যাচালের স্বর্ণযুগ কবে ছিলো?
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮