জীবনানন্দ বাংলার রূপ দেখে প্রেম করেছেন,ভালোবেসেছেন, লিখেছেন, আমরা জেনেছি। রুপসী বাংলার সেই যৌবন কবে হারিয়ে গেলো, এখন সবাই বাংলা ছাড়তে চায়। ট্রাম ধাক্কা দিয়ে প্রাণ বায়ু মিশিয়ে দিয়েছিলো নিজের মায়ের লেখা আদর্শ ছেলের মতই।দ্বিজেন্দ্র লাল ভবিষ্যৎ দেখেছিলেন বটে, না হলে কীভাবে ধন্যধান্যের বাংলা বসুন্ধরা হয়ে গিয়েছে বলতে পেরেছেন। নজরুল সবসময় লাথি মেরে তালা ভাঙতে চেয়েছে,দারিদ্রতা উনার রক্তে প্রবেশ করে সবসময় দুঃখী হয়েছে। রবীন্দ্রনাথ প্রকৃতির মাঝে থেকে স্বর্গীয় সুখে পেয়েছে, লিখেছে সাহিত্যের সব শাখায় কলমের কালি ঢুকেছে, কিন্তু উপন্যাসে চোখও দেয়নি।জসীমের কবর দিয়ে স্কুল-কলেজে আজও প্রতিযোগিতা হয়।
হুমায়ন লিখেছেন,আমরা পড়তে বাধ্য হয়েছি বটে; তবে হিমুর রহস্য কতটুকু মিসির আলী সমাধান করেছেন জানা যায়নি। নির্মলেন্দু মুজিব নিয়ে কবিতা লিখেছেন,এখন বই লিখতে হয় বড় পরিসরে অনেক কিছুর আশায়। মুজিব নিয়ে মুভি হচ্ছে আজকাল,শেখ হাসিনা বৈঠক করেন পশ্চিমবঙ্গের লোকদের সাথে। নোলান সাহেব মুজিব বানালে সবাই হয়তো কিছুদিন মগজ ব্যবহার করার সুযোগ পেত।নোবেলহীন টলস্টয় লিখেছেন যেটা বারবার পড়তে হবে আপনাকে, আপনি পড়েছেন?
প্রাচীন মানুষ কোনোকিছু বুঝার আগে ভয় পেত, কালচার উদ্ভব করে সমাধানের চেষ্টা করেছে; তারপর গুহা থেকে গোত্র,গোত্র থাকে ভৃমি দখল করে রাজতন্ত্র, রাজতন্ত্রের সময়কার মানুষ সমস্যা সমাধানের সাহায্য নিতো ধর্মের। এখন বিশ্বব্যাপী ট্রেন্ড চালু হয়েছে "মনের কথা শুনো ; ভবিষ্যৎ'এ হয়তো সবাই বলবে "মেশিনের কথা শুনো।যারা মন থেকে মেশিন রিপ্লেসমেন্টের কাজ করছে উহাদের কথা কে শোনে?
সৃষ্টিকর্তা সবার কথা শোনে,তবে উনি কথা বলেন না, কাজ করেন শুধু।এই বাংলা থেকে প্রতিদিন কত হাজার বিচার চাওয়া হয় উনার কাছে, যারা বিচার চাইছে উহারা জানে না হয়তো ফাইল অনেক তলানিতে পড়ে গেছে।আপনি বিচার দিয়েছেন কখনো? উনি শুনেছে?
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২২ রাত ১০:২১