জ্বালানি তেল এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির সর্বগ্রাসী প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। শুধু খাদ্যপণ্যই নয়, খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে সরকার গত বছরের শেষ দিকে চার দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আর তার প্রভাব এখন সর্বক্ষেত্রেই পড়েছে। এতে শুধু ঊর্ধ্বমুখী খাদ্যপণ্যের দামই উস্কে দেয়নি, খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার দামও গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। আর এর চরম খেসারত দিতে হচ্ছে দেশের মানুষকে। স্থায়ী চাপ সৃষ্টি হবে মানুষের ক্রয় ক্ষমতার ওপর। ক্রয়ক্ষমতা হারিয়ে ঘরে-বাইরে মানুষের নাভিশ্বাস উঠবে।
খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি অর্থনীতিবিদদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে উদ্বেগ এ কারণে যে, খাদ্যপণ্যের দাম সব সময় ওঠানামা করে। একবার বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক বাজারে দাম কমলে বা স্থানীয় বাজারে উৎপাদন ভালো হলে দাম কমে যায়। কিন্তু খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মান কখনো কমে না।তাদের মতে, পরিধেয় বস্ত্রাদি, বাড়িভাড়া, চিকিৎসা সেবা, পরিবহন খরচ, আসবাবপত্র, গৃহস্থালি ও লন্ড্রি সামগ্রীর মূল্য বাড়ার কারণে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে গেছে। এসব পণ্যের দাম একবার বৃদ্ধি পেলে তা আর কখনো কমে না। ফলে সাধারণ মানুষকে এর দায়ভার মাসের পর মাস বহন করতে হয়।
এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম বলেন, ‘টাকার অবমূল্যায়ন হওয়ায় আমদানি খরচ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডলারের দাম বাড়ায় এখন প্রতিডলারে ১৪ থেকে ১৫ টাকা বেশি ব্যয় করতে হচ্ছে আমদানিকারকদের। এর ফলে মানুষের প্রকৃত আয় কমে গিয়ে তার প্রভাব পড়ছে ভোগের ওপর। মানুষের ভোগ কমে যাচ্ছে’।
পরিসংখ্যানবিদরা বলছেন, প্রধানত চাল, ডাল, মাছ, ডিম, ফল, ভোজ্যতেল ও প্যাকেটজাত দুধের দাম বৃদ্ধি খাদ্যে মূল্যস্ফীতি বাড়িয়েছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির কারণ হিসেবে বাড়ি ভাড়া, পরিবহন ব্যয়, পরিধেয় বস্ত্র এবং গৃহস্থালি ব্যয় বেড়ে যাওয়াকে চিহ্নিত করেছে। ফলে গত এক বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৯১ শতাংশ।
সরকারকে বাজার এখন থেকে কন্টোল করতে হবে,মনিটরিং বারাতে হবে এবং সবপরি আইনের সুশাসন প্রতিস্ঠা করতে হবে। শুধু খাদ্যপণ্যই নয়, খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা মধ্য রাখতে হবে।