আমি স্বর্গ থেকে বিতাড়িত;
কত ফ্যাদম দূরে জানিনা
কি খুঁজতে খুঁজতে কাটাই!
আসলে কি খুঁজি?
না পালাই; হয়তো হাতড়াতে ভালোবাসি।
বিশ্বাস করি, খোঁজাটাই ভালো।
আচ্ছা, কি ছিলো আমার!
বিনা যোগাযোগের ভালোবাসা!!
কি দেয় এটি?
নতুন কোন অভিজ্ঞতার জন্ম দেয়?
দেয় কি কোন নতুন বাঁচার আশা?
কোন সংকল্প করতে শেখায়?
কোন লাভ,টাকা পয়সা, মুনাফা এসব কি দেয়?
যত সব আদিক্ষেতা!!
বন্ধু! হতে পারতো
আমাদের কি আর দেখা হবে?
কোন ঋতুতে কাশফুল ফোটে আর
কোন ঋতুতে পানি থৈ থৈ করে?
পোড়া গন্ধটাও নেই,পোড়া দাগ-কাটা নেই,
এতদিনের রোদে-জলে,বৃষ্টিতে সব মুছে যাচ্ছে!