একটা উপন্যাস অথবা সিনেমা শুরু হইবার আগে যদি শুনেন শেষে লিড কেরেক্টার ওরফে হিরো অথবা হিরোইন মইরা যাইবো তাইলে বুঝি আর সিনেমা দেখবেন না? এই ধরনের মান অভিমান জাতের ফ্যান্টাসি নিয়ে সিনেমা দেখেন বুঝি? হিহি।
সিনেমা নিয়ে লেখালেখির গ্রুপে যে শব্দটা বেশিরভাগ সদস্যের মাথা খেয়েছে তা হইল স্পয়লার। কাউকে দেখবেন সিনেমার থিকা স্পয়লারের ব্যাপারে বেশি সিরিয়াস। এ ব্যাপারে তারা এত সিরিয়াস থাকে যে সিনেমাটি আসলে কী নিয়ে বানানো হইছে মাঝেমধ্যে সেটি জানারও প্রয়োজন মনে করে না। ফলে সবকিছুর সাথে এমনকি ড্রামাতেও তাদের স্পয়লার এলার্ট লাগে।
সিনেমা মানে ত শুধু গল্প না। এর চরিত্রগুলা, তাদের অভিনয়, সিনেমাটোগ্রাফি, মিউজিক, গল্পের সিকুয়েন্স, সব মিলায়াই সিনেমা। অস্কার কিংবা এ জাতীয় পুরষ্কার গুলা ত সবকিছু দেখেই দেয়৷ ফলে গল্প নিয়া অত সিরিয়াস হইতে গিয়া স্পয়লার পাইয়া যদি বাকিসব কিছু না দেখতে চান তাইলে আপনে সিনেমা দর্শক হইবেন কী করে, হিহি।
কোন এক বিখ্যাত সিনেমা ডিরেক্টর একবার কইছিলেন তিনি গল্পরে অত পাত্তা দেন না। কারণ গল্পগুলো সব কমন। আমরা জানি কী কী হইব। আমরা যা জানি না তা হইল একজন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিভাবে গল্পটারে বানাইবেন। এই বানানি যার যত সুন্দর হয় তার সিনেমা তত সুন্দর।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩১