ভাল কাজ করলে কেউ মানুষ আর মন্দ কাজ করলে সে অমানুষ এমন নয়। মানুষের পরিচয় ভাল মানুষ দিয়ে নয়। এবং মানুষকেও আর মানুষ হইবার প্রয়োজন নেই। সে ভাল মন্দ যা কিছু করবে সেটি দিয়েই সে মানুষ। ভাল মানুষ আর মন্দ মানুষ।
তাই নারীকে আলাদা করে মানুষ ভাবার চেয়ে নারীকে নারী ভাবাই ঠিক আছে। তেমনি পুরুষকে পুরুষ ভাবা ঠিক আছে। নারীকে মানুষ ভাবতে থাকলে তার নারী অধিকার গুলো আড়াল পড়ে যায়। উপরন্তু নারী ভাবলে তার অধিকার গুলো স্পষ্ট হয়। তেমনি পুরুষকে পুরুষ ভাবার মাধ্যমে তার পুরুষ অধিকার গুলো স্পষ্ট হয়। যারা নারীকে মানুষ ডাকার জন্য বলেন তারা একটা সাম্যাবস্থার সচেতনতা থেকে বলেন হয়তো, কিন্তু এই ডাকার মাধ্যমে কোন সমস্যার সমাধান হবে না। বরং নারীকে নারী ডেকেই তার অপ্রাপ্তি গুলো নিয়ে অধিক আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আর পুরুষ যেহেতু তার প্রয়োজনীয় অধিকার নিজের ক্ষমতা দিয়ে দখল করে নিয়েছে তাই নারীকেও তার প্রাপ্তি বুঝে নিতে হবে। এভাবেই সাম্যাবস্থা হবে। এভাবে নারী নারী আর পুরুষ পুরুষ হয়ে রবে।
নারী দিবস নারীকে দমিয়ে রাখার বিপক্ষে আরো সচেতন করে। নারী দিবস নারীর অধিকারের কথা আরো জোরেশোরে বলে। নারী দিবস কোন পুরুষতান্ত্রিক উৎসব নয়, এটি নারীতান্ত্রিক উৎসব। নারীর এই উৎসব নারী-পুরুষ সবাই মিলে পালন করুক। এটা জরুরি।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৮