আজ থেকে ৩৮ বছর আগে ১৯৮০ সালের এই দিনে ইরানে হামলা করতে আসা ৫ টি মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার হটাৎ প্রবল ধূলি-ঝড়ের শিকার হয়ে ইরানের মরুভূমিতেই ধ্বংস হয়ে গিয়েছিল।
ইরানের তাবাস মরুতে পড়ে থাকে সেইসব সামরিক বিমান ও হেলিকপ্টারের জ্বলন্ত ধ্বংসাবশেষসহ পাইলট, নিহত কমান্ডো সেনা আর ক্রুদের পুড়ে যাওয়া দেহ। অ্যামেরিকা দাবী করে ওই অভিযানে তাদের ৮ টি হেলিকপ্টার অংশ নিয়েছিল তবে তিনটি হেলিকপ্টার মরুভূমির ধুলি ঝড়ে বিধ্বস্ত হয়। পরবর্তীতে ফিরে আসবার সময় আরও একটি হেলিকপ্টার একটি বিমানের সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়েছিল।
অ্যামেরিকান অপেরাশন ইগল ক্ল'র উদ্দেশ্য ছিল ইরানে আটক তাদের কূটনীতিকের ছদ্মবেশধারী মার্কিন এজেন্টদের উদ্ধার করা এবং ইরানী বিপ্লবী নেতাদের হত্যার মাধ্যমে ১৯৭৯ সালে ক্ষমতায় আসা ইরানি সরকারের পতন ঘটানো। কিন্তু মজার বিষয় হল মার্কিন এই অভিযান ব্যার্থ হওয়ায় বরং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার সরকারের পতন হয়েছিল। বিদ্র মার্কিন সরকার আমেরিকায় ইরানের সাবেক শাসক শাহ্কে প্রবেশের অনুমতি দেওয়ার পর ইরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ৪৪৪ দিন পর্যন্ত মার্কিন দূতাবাসের ৫২ জন কর্মচারীকে আটক করে রেখেছিল।
মার্কিন এই ব্যার্থ কমান্ডো অভিযানের জন্য বিশ্বব্যাপী তাদের ইমেজ নষ্ট হয়ে গিয়েছিল। অ্যামেরিকা যে চাইলেই যেকোন দেশে যে কোন সময় অভিযান চালিয়ে সফল হতে পারে তাদের সেই অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল এই ঘটনায়।
মার্কিন নতুন প্রেসিডেন্ট রিগান শপথ নেওয়ার সময় ২০ জানুয়ারি ১৯৮১ সালে আমেরিকায় আটক ইরানের ৮ বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দেবার বিনিময়ে ৪৪৪ দিন আটক থাকবার পর মার্কিন এসব এজেন্টরা মুক্তি পেয়েছিল। ইরান এই ঘটনাকে ইরানের প্রতি আল্লাহর নেয়ামত বলে বর্ণনা করেছিল। বালুঝড়কে ইরানের ইমাম খোমেনী (র.) খোদার নিযুক্ত বালু-সেনা বলে উল্লেখ করেছিলেন।
এদিকে গতকাল বুধবার সকালে ওয়াশিংটনে ইরানের স্বার্থ রক্ষাকারী দপ্তরে সশস্ত্র হামলা হয়েছে। হামলাকারী ব্যক্তি দপ্তরের জানালার কাচসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে, হামলায় দপ্তরের একজন কর্মী আহত হয়েছে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওয়াশিংটনে ইরানের স্বার্থ রক্ষাকারী দপ্তর পাকিস্তান দূতাবাসের ভেতর স্থাপিত। এ দপ্তর যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী ইরানি নাগরিকদের কনস্যুলেট সুবিধা প্রদান করে। উল্লেখ্য ১৯৮০ সালের পর থেকে ইরানের সাথে আমেরিকার কোন ধরনের কূটনীতিক সম্পর্ক নেই।
আরও জানতে দেখুনঃ
বালু ঝড় মার্কিন কমান্ডো বাহিনী ও একজন বনিসদর!!
ইতিহাসে আজকের এই দিন
Operation Eagle Claw
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১