আজ ঘূর্ণিঝড়ের খবর পড়তে গিয়ে একটি খবর পেলাম প্রথম আলোতে
"সাগরে ভাসছে জাহাজ, বাঁচানোর আকুতি ক্যাপ্টেনের"।
বিএসসির জাহাজ এমভি বাংলার শিখা থেকে ‘এসওএস’ (সেভ আওয়ার- সোলস)
বার্তা পাঠানো হয়। এই বার্তা পায় সব জাহাজ, বন্দর, নৌবাহিনীর নিয়ন্ত্রণকক্ষও।
অতঃপর অপেক্ষায় ছিলাম আমাদের নৌবাহিনী আর বন্দর কর্তৃপক্ষ কি
উদ্যোগ নেয় দেখার জন্য।
কিন্তু দুঃখজনক হলেও সত্যিটা হল আমাদের কথিত আধুনিক! নৌবাহিনী আর
বন্দর কর্তৃপক্ষ কিছুই করতে পারে নি অথবা চেষ্টা করে নাই।
ফলাফল ভাসমান সেই জাহাজটি আছড়ে পড়ে তীরের কাছে।
যদিও এখনো জাহাজে অবস্থানকারী সবার আর জাহাজটির সঠিক অবস্থা জানা
সম্ভব হয় নাই!
কিছুদিন আগে স্যারের কাছে এক বিদেশীর নাস্তিক থেকে আস্তিক হবার গল্প
শুনেছিলাম, যে বাংলাদেশে এসে স্রষ্টার প্রতি বিশ্বাস এনেছিল। সে বিশ্বাস
এনেছিল এই জন্য কারন আমাদের কোন কিছুই সিস্টেমে চলে না তারপরও
জীবন চলে যাচ্ছে নিশ্চয়ই কেউ না কেউ আমাদের পরিচালনা করছেন না হলে
সব কিছুই থেমে যেত!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ রাত ১০:৪৬