আজ তারানার হালিমের ডাকে সারা দিয়ে তাইরে নাইরে না করতে করতে বায়োমেট্রিক্
পদ্ধতিতে আমার একমাত্র সিম টাকে রেজিস্টেসন করতে সারা বিকাল পার করলাম।
মজার বিষয় হত এখন পর্যন্ত কনফরমেসন বার্তা পাইনাই! বাংলায় একটি প্রবাদ মনে
পরে গেল, "ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার"
এখনো পর্যন্ত নেটয়ার্কই ঠিক মতন পাওয়া যায় না আর বায়োমেট্রিক্স পদ্ধতি প্রচলন করা
হয়েছে আমাদের দেশে! বার বার সার্ভারে error মাসেজ আসে! কারন সার্ভার ঠিক মতন
প্রস্তুত নয় একসাথে এতো পরিমান ডাটা হ্যান্ডেল করতে!
আর সিম যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন তো নিজের জাতীয় পরিচয় পত্র দিয়েই
করেছিলাম। আর সেখানে আমার হাতের ছাপ তো সংরক্ষিত রয়েছে তাহলে পুনরায় এই
প্যারা নেবার কি প্রয়োজন?
আগে পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা সবার জন্য সহজলভ্য করুন তারপর নতুন পদ্ধতির দিকে
অগ্রসর হউন। নতুবা তুঘলকের মতন পস্তাবেন!