তোমার চোখের জল, আঁচলে নীড়বাঁধা
তীব্র জখমগুলো চিরতরে মুছে দেবো
মাগো-
আর দুঃখ করো না, নীরবে নিভূতে ফেলো না
দীর্ঘশ্বাস! বুকবন্দি যন্ত্রণার জমাটবাঁধা কালো
মেঘ এবার নিমপাতার বৃষ্টি হয়ে ঝরবে সোনার
বাংলায়, নিশ্চিন্ন হবে বদচোখ; জনমের মতো
ভেসে যাবে কালোকুকুর আর শুকুণের ধূসর ফণা
তুমি নিথর থেকো না মাগো-
চেয়ে দ্যাখো; তোমার সন্তানেরা আবার উঠেছে জেগে
সেই একাত্তরের মতো; রক্তে প্রতিশোধের দহন, বিদ্রোহের
অনলে আলাত হচ্ছে শহরের হৃদপিন্ড, প্রতিটি জলের ঢেউ
ভিক্ষা দাও, ভিক্ষা দাও মাগো- মাত্র ক’টা দিন
তোমার বিরাণ আঙিনা ভরে দেবো সবুজ ঘাস
বিজয়ফুল আর ঝাঁকবাঁধা শাপলা শালুকের মেলায়