গোপন আছে কর্মকুশল বলছে লোকে ভালো,
ভেবোনা তাই সামনে তোমার সফলতার আলো।
গোপন কর্ম যদি ভালোর বিপরীতে হয়,
অণুর মানেও হিসেব হবে মনে রেখো ভয়।
এক মূহুর্তের জন্যেও ফুরায়না লেখার কালি,
সু্খ্খ উপকরণ লেখার নেই যে জোড়া তালি।
বিনিদ্র অক্লান্ত দুজন সদাই সচেতন,
ডানে বামে দুই ফেরেশতা লিখবে আমরণ।
কুদরতি স্যটেলাইট সদা করছে নড়াচড়া,
সুখ্খ অতি তারও গতি পড়ছে সবই ধরা।
জলের তলে ঘোর আঁধারে কিংবা গহিন বনে,
ব্যর্থ হবে ফন্দি-ফিকির খাটাও তা যেখানে।
শিশায় গড়া নিশ্ছদ্র বিশাল পুরু দেয়াল,
আসবে না যে কোন কাজে শুন্য শ্রমের ফল।
আমলনামা, ভিডিও দাখিল হবে সব,
বিচার দিনে দেখবেন সবই সর্বজ্ঞাতা রব।
কোন মুখে কোন সাহস নিয়ে সেদিন হাজির হবে,
কোন অনুনয় অভিনয় কাজে না আসিবে।
গোপন প্রকাশ দুইয়ে কর ভালোয় অবস্থান,
তওবার দ্বার খোলা, কর আত্মসমর্পণ।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬