নিঠুর নদীয়া
ওরে ও নিঠুর নদীয়া-
কুল ভাংলিনা যেনরে তুই
কপাল ভেঙে দিলি।
বাঁশের খুঁটির কুটিরটারে কেড়ে নিয়ে গেলি।
ভিটে মাটি কেড়ে নিয়েও
খুশি হতে পারলিনা
ওরে রাক্ষুসী নিদয় গ্রাসী
মুছে নিতেও ছাড়লিনা
কবর নেব সে ঠিকানাও বাকি না রাখলি।
ফলত কত সোনার ফসল
ফুটত মুখে হাসি
সে হাসি মোর নিভে গেল
ওরে ও সর্বনাশী
নিত্য দিনের নিগুঢ় বন্ধন কেমনে ছিঁড়িলি।
সব হারিয়ে তোর বুকে আজ
ভাসে... বাকিটুকু পড়ুন