somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সময়ের পরিবর্তনে মানুষ মৌলিক রেখা থেকে অনেক দূরে ছিটকে পড়েছে। কেউ কেউ গমন করতে করতে এতো দূরে চলে গেছে যে্ন ওখানেই তার পরিশুদ্ধ জনম। আমার কামনা সকলে মৌলিক রেখায় প্রত্যাবর্তন করুক।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নিঠুর নদীয়া

লিখেছেন শাহজালাল হাওলাদার, ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৮

ওরে ও নিঠুর নদীয়া-
কুল ভাংলিনা যেনরে তুই
কপাল ভেঙে দিলি।
বাঁশের খুঁটির কুটিরটারে কেড়ে নিয়ে গেলি।
ভিটে মাটি কেড়ে নিয়েও
খুশি হতে পারলিনা
ওরে রাক্ষুসী নিদয় গ্রাসী
মুছে নিতেও ছাড়লিনা
কবর নেব সে ঠিকানাও বাকি না রাখলি।
ফলত কত সোনার ফসল
ফুটত মুখে হাসি
সে হাসি মোর নিভে গেল
ওরে ও সর্বনাশী
নিত্য দিনের নিগুঢ় বন্ধন কেমনে ছিঁড়িলি।
সব হারিয়ে তোর বুকে আজ
ভাসে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

শ্মশ্রু কেন শত্রু ?????????

লিখেছেন শাহজালাল হাওলাদার, ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯

শ্মশ্রু ( দাড়ি ) কেন শত্রু হল তাদের কাছে,
আহাদ ( আল্লাহর একত্ববাদ ) যাদের মুখে আছে।
কার লাগিরে আহাদ পেলি
তাঁর ( মুহাম্মাদ সঃ ) চেহারার বিকৃতিতে তৃপ্তি লাগে ?
আটকপালে ( হতভাগা ) দেখছে এমন কেবা আগে।
বর্ণ দিয়ে পক্ব যাচাই গন্ধ দিয়ে জাত,
আকাশ বরণ সাক্ষ্য দানে সন্ধ্যা নাকি প্রভাত।
শ্মশ্রু ( দাড়ি )... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

ইসলামী দ্বীনের প্রচার

লিখেছেন শাহজালাল হাওলাদার, ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬

দ্বীন দরদীর দ্বীনের প্রচার মিথ্যে যদি হয়
সুপথে - বিপথে গমনকারীদের থাকবেনা কোন ভয়।
আর যদি সত্য হয় দ্বীন দরদীর ভাষা
বিপথগামীর পুড়বে কপাল জুড়বে সর্বনাশা।

বিঃ দ্রঃ- দ্বীন দরদীর দ্বীনের প্রচার অবশ্যই সত্য।
বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৮৯৭ বার পঠিত     like!

শ্রাবণ গাঙের নৌকা

লিখেছেন শাহজালাল হাওলাদার, ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০০

শ্রাবণের গাঙে ভরা পানি
পাল তুলে নৌকা চলেরে উজানি
ফর ফর ওরে পাল ঢেউ ওঠে ছল ছল
ভাটি আর পালে টানাটানি।
হেরে যায় স্রোতের তোড়
দুলে চলে নৌকা সেলাইয়ের ফোঁড়।


গাছপালা পিছে ফেলে
শন শন ছুটে চলে
জলরাশি ফুলে যবে চলে আরও জোড়।
কে যাবিরে আয় পাল তোলা নায়
খুলবে এখনি মাঝি হাল,
সাত রঙা সাজে তটিনীর মাঝে
ফর ফর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৯৫ বার পঠিত     like!

আত্মসমর্পণ

লিখেছেন শাহজালাল হাওলাদার, ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬

গোপন আছে কর্মকুশল বলছে লোকে ভালো,
ভেবোনা তাই সামনে তোমার সফলতার আলো।
গোপন কর্ম যদি ভালোর বিপরীতে হয়,
অণুর মানেও হিসেব হবে মনে রেখো ভয়।
এক মূহুর্তের জন্যেও ফুরায়না লেখার কালি,
সু্খ্খ উপকরণ লেখার নেই যে জোড়া তালি।
বিনিদ্র অক্লান্ত দুজন সদাই সচেতন,
ডানে বামে দুই ফেরেশতা লিখবে আমরণ।
কুদরতি স্যটেলাইট সদা করছে নড়াচড়া,
সুখ্খ অতি তারও গতি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

আমার মায়ের ভাষা বাংলা

লিখেছেন শাহজালাল হাওলাদার, ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:১১

আমার মায়ের ভাষা বাংলা
আমার গায়ের ভাষা বাংলা
আমার দেশের ভাষা বাংলারে
নাম বাংলাদেশ।

বাংলা দিয়েই দেশ গড়েছি
বাংলা আমার মাটি,
বইঠা লাঙ্গল রিকশা চালক
বাংলা সবার পাটি।
দিন মজুরের দারাজ গলায় বাজে বাংলা গান
কাজের মাঝে পেলে একটু লেশ।

বাংলা আমার ভাইয়ের দেয়া
জীবন বিনিময়,
এই ভাষাতেই কলম ধরি
গল্প কবিতায়,
কল্প কথা সপ্ন গাঁথা সাজাই নানান সূরে
যতই লিখি হয়না কভু শেষ।

মনের ভাষা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭৪ বার পঠিত     like!

আর কত দিবে দোষ অন্যের ঘাড়ে

লিখেছেন শাহজালাল হাওলাদার, ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

আর কত দিবে দোষ ইহুদীর ঘাড়ে
করবে আড়াল নিজ ভণ্ডামিটারে
খ্রিষ্টান শিরে দোষ কত দিতে চাও।
আগে নিজেরা ভালো হও।
হৃদে নেই মানবতা মুখে বড় বড় কথা
সুদ ঘুষ খুজে ফেরো অহরহ চুরি করো
লজ্জা কি নেই চোখে পশ্চাতে নিন্দ্য
অন্যের ওপরে দোষটা চাপাও।
আগে...............
কথা শুনে বলে মন তুমিই সেরা জন
এত ভালো বুঝি আর মেলেনা সচরাচর
আবক্ষ ডুবে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

রক্ত চুড়া

লিখেছেন শাহজালাল হাওলাদার, ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭


মুল, কাণ্ড, পত্র, শাঁখের চুড়ায়
কোথাও নেই কৃষ্ণ বরণ,
গ্রীষ্মের ধাবদাহে ফোটে
মাধুরিমা চমকে ওঠে
নেচে ওঠে পিয়াসীর দু নয়ন।
পাপড়িগুলোয় দেখি সোপ সোপ হলুদেরে
রক্তিম বরণে ঘেরা,
কোন কালে কে ? কেন দিলরে?
নাম তার কৃষ্ণ চুড়া!

আমি বিভোরে তাকাই তার দরশনে
ভালো লাগে মিতালী এক সাথে,
যেন মাঝে থাকি করি মাখামাখি
নিজেকে হেলিয়ে দেই তার শাঁখে।
সময়ের পথ পাড়ি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩০৮ বার পঠিত     like!

মুখের বুলি

লিখেছেন শাহজালাল হাওলাদার, ২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৪

মুখের কথার চেয়ে এমন তিক্ত কিছু নেই
আজীবনের বন্ধুত্ব ধ্বংস নিমিষেই।
সাহায্য না পেয়েও যদি ফিরে রিক্ত যারা
মন ভরে যায় খুশির বিদায় মিষ্টি কথার দ্বারা।
তিক্ত বুলি দানের ঝুলি দিলে রিক্তের হাতে
ওরা তোমায় দিবে গালি ফেরার পথে পথে। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     like!

বর্জন করুন বৈশাখের বাড়াবাড়িঃ অসহায়ের কল্যাণে “বৈশাখী তহবিল” গড়ি

লিখেছেন শাহজালাল হাওলাদার, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭

প্রাচীন যুগ থেকেই ধর্ম বর্ণ জাতি ও জাতীয়তার প্রভেদ চলমান। তেমনিভাবে রয়েছে সাংস্কৃতিক ভিন্নতা। বর্তমানে এ ধারাবাহিকতার রুপ ও বৈচিত্রে এসেছে অনেক পরিবর্তন। এসব সংস্কৃতির মধ্যে যেগুলো মনোরঞ্জন ও চিত্তাকর্ষক অর্থাৎ যেসকল সংস্কৃতি উপভোগ করতে এতই ভালোলাগা জড়িয়ে যায় যে, গুরুত্বপূর্ণ কোন প্রয়োজন ও ধর্মের বাধ্যবাধকতাও গুরুত্বহীন হয়ে পড়ে। আর... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

ছেলে বেলা

লিখেছেন শাহজালাল হাওলাদার, ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮

ছেলে বেলা মজার খেলা
খেলে ছিলাম কত,
সেদিক পানে ফিরলে মনে
পড়ে অবিরত।
দুরন্ত মন কোন বাঁধন
মানত কি আর হায়,
বাবার শাসন কড়া বাঁধন
এছাড়া কি ভয়।
ছিলাম বাড়ি দিলাম পাড়ি
ষোল শ ফুট নদী,
রাখাল ছেলে যায়নি ফেলে
পাড় হওয়া অবধি।
নদী গহিন ভেলা বিহীন
ছিল ভাটির টান,
কুলকুলে ঢেউ মাল্লারা কেউ
নেয়নি অবস্থান।
রাখাল সাথে বিশখালীতে
দিলাম পাড়ি বেশ,
পাড়ির জীবন ওটাই প্রথম
ওটাই ছিল শেষ।
সকাল... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

অসঙ্গত নারী নেতৃত্ব

লিখেছেন শাহজালাল হাওলাদার, ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৭

নেতৃত্ত্বের কথা আসলে স্বাভাবিক ভাবেই বুঝতে পারি যোগ্যতার মাপকাঠিতে অগ্রগণ্য ব্যক্তিত্ব। কোন কর্মশালায় অধিকতর যোগ্য ব্যক্তিকে কর্তৃত্বের দায়িত্ব দিলেই ঐ কর্মশালা যথাযথ সফলতার আলো দেখতে পায়। অদক্ষ চালককে চালকের আসনে বসিয়ে দিলে চলন্ত গাড়ির যাত্রীদের মধ্যে স্বভাবতই একটা উৎকণ্ঠা বিরাজ করে। গাড়ি দুর্ঘটনার শিকার হলেও যাত্রীর আসনে বসে থাকা কোন... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ১১০৩ বার পঠিত     like!

মূর্তির নিষেধাজ্ঞা কবিতা

লিখেছেন শাহজালাল হাওলাদার, ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৫

মূর্তির বিষয়ে জানেনা যারা
কুরআনের বাণী আর হাদিসের বাণী,
বাণীগুলো যবে সব পড়বে তারা
জাগবে মনের মাঝে নব জাগরণী।
ইরশাদ হয়েছে আল কুরআনে
আল্লাহর বদলে তোমরা সবে
উপাসনা করতেছো মূর্তিগুলোর
নির্মাণ করতেছো মিথ্যে ভবে।(সুরা-আনকাবুতঃ ১৭)
সাস্তি কি শুধুই পাবে পূজারি
সেও পাবে যে আঁকে যে করে বেচাকেনা,
আরও পাবে মূর্তি নির্মাণকারী
সংরক্ষণকারীও বাদ যাবে না।
শোন ভাই বলে যাই হাদিসের বাণী
মূর্তি হারাম... বাকিটুকু পড়ুন

৪৪ টি মন্তব্য      ৯৭০ বার পঠিত     like!

।ছড়া। স্বভাবের চোরে মারে

লিখেছেন শাহজালাল হাওলাদার, ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২০

স্বভাবের চোরে মারে
অভাবের চোরটারে
কে দিয়েছে তোরে এ অধিকার?
তুই ব্যটা জাত চোর
বদমাশ খাচ্চোর
নিজ অভ্যাসটা আগে ছাড়।
গাড়ি বাড়ি কাড়ি কাড়ি
কত টাকা পাস কড়ি
মাস শেষ হলে তোর মাইনে?
তোরে আগে দরকার
লাথি ঘুষি কিল চড়
সাস্তি চুরির ঐ আইনে।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

জঙ্গি শব্দের গায়ে কলঙ্কের চাঁদর।

লিখেছেন শাহজালাল হাওলাদার, ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৭

এক ব্যক্তি তাল চিনে কিন্তু আপেল চিনে না। তাই তালের সাথে তাল মিলিয়ে একদিন আপেলকেও তাল বলে ফেলল। ধীরে ধীরে আরও অনেক আপেল অচেনা লোক আপেলকে তাল বানিয়ে দিল। এদিকে কিছু আপেল চেনা লোকও তালে তাল মিলিয়ে তাল দিয়ে আপেলকে ঢেকে দিল। আপেল আর তাল ওই এলাকায় হয়ে গেল একাকার।... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৮৪৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩৭৫৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ