মুল, কাণ্ড, পত্র, শাঁখের চুড়ায়
কোথাও নেই কৃষ্ণ বরণ,
গ্রীষ্মের ধাবদাহে ফোটে
মাধুরিমা চমকে ওঠে
নেচে ওঠে পিয়াসীর দু নয়ন।
পাপড়িগুলোয় দেখি সোপ সোপ হলুদেরে
রক্তিম বরণে ঘেরা,
কোন কালে কে ? কেন দিলরে?
নাম তার কৃষ্ণ চুড়া!
আমি বিভোরে তাকাই তার দরশনে
ভালো লাগে মিতালী এক সাথে,
যেন মাঝে থাকি করি মাখামাখি
নিজেকে হেলিয়ে দেই তার শাঁখে।
সময়ের পথ পাড়ি দিতে দিতে
কতোই তো বদলায় এ বসুন্ধরা,
কৃষ্ণ নামের তরে মোরে ব্যাথিত করে
তোমাকে ডাকবো আমি রক্ত চুড়া।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫