মূর্তির বিষয়ে জানেনা যারা
কুরআনের বাণী আর হাদিসের বাণী,
বাণীগুলো যবে সব পড়বে তারা
জাগবে মনের মাঝে নব জাগরণী।
ইরশাদ হয়েছে আল কুরআনে
আল্লাহর বদলে তোমরা সবে
উপাসনা করতেছো মূর্তিগুলোর
নির্মাণ করতেছো মিথ্যে ভবে।(সুরা-আনকাবুতঃ ১৭)
সাস্তি কি শুধুই পাবে পূজারি
সেও পাবে যে আঁকে যে করে বেচাকেনা,
আরও পাবে মূর্তি নির্মাণকারী
সংরক্ষণকারীও বাদ যাবে না।
শোন ভাই বলে যাই হাদিসের বাণী
মূর্তি হারাম তার বৈধতা নাই
পুজা হোক পুঁজি হোক, হোকনা প্রতীক
যুক্তি ও তর্ক ভুল পুরোটাই।
১) বলেছেন নবীজি সল্লিয়ালা
প্রেরিত হয়েছি আমি ধরণীর মাঝে
আত্মার বন্ধন রাখতে বজায়
মূর্তিগুলো ভেঙ্গে ফেলার কাজে।(মুসলিম)
২) নবীজি বলেন যে যাবে মদিনায়
যেখানেই প্রাণীর মূর্তি পাবে
সৌধ – সমাধি যদি দেখা যায়
সবগুলো একসাথে গুঁড়িয়ে দেবে।(মুসনাদে আহমাদ)
৩) শোন শোন নবীজির বাণী হাদিসের
ভাস্কর চিত্রকর লোক ঐ সব
তারা হবে ভুক্ত ঐ সকলের
কিয়ামতে হবে যাদের কঠিন আজাব।(বুখারি)
৪) আজাবে ফেলা হবে কিয়ামত দিনে
বলা হবে শুনে নে সব ভাস্কর
সৃষ্টি যা করেছিলি দুনিয়ার জমিনে
করে দেখা তাতে আজ প্রাণ সঞ্চার।(বুখারি)
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯