এই পথ ধরে_ প্রতিদিন,
বিষাদের সন্ধ্যা নামে। কৃষকের ঘামে ভেজা এই মাঠে, আমি জীবনানন্দ হয়ে এসে
গভীরে একাকিত্ব নিয়ে শুয়ে আছি ঘাসে!
এই নির্বাক মাঠ জানে,
কত শূণ্যতা লালন করি।
এই ফাগুনের সন্ধ্যা জানে
কিযে যাতনায় আমি পুড়ি।
শহরের নাগরিক কোলাহল ছেড়ে,
পাখিদের কলরবে বাসা বাঁধি।
দু-চোখের সরু পথ বেয়ে সবুজেরা ভিতরে আসে
সবুজে সপে সব বিষণ্ণতা, শুয়ে আছি ঘাসে।