কলমি লতা
যে জলে সংসার গড়ে, শিকড় ছেড়ে;
আপ্রাণ সাধনা তোমার, আঁকড়ে ধরার
সে জলের বাহু। অস্পর্শ বুকের অস্থির কম্পনে
যার সুখে দোলাও মাথা। কাঁপাও পাতা।
কলমি লতা, সে তোমার সুখ নয়। প্রেমও না।
স্রোতের সাথে বিনিময় হয়না।
যে জলে চাঁদের ছায়া, সেখানেই বসত তোমার।
সে জলই ধারণ করে আকাশের বিশালতা।
কলমি লতা, এটাই নিষ্ঠুর সত্য;
সে জলে অনাহূত তুমি।... বাকিটুকু পড়ুন
