মাশরাফি, বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় একজন খেলোয়াড় ছিলেন কিন্তু কিছু ভুল সিধান্ত তাকে অনেক বেশ নিচে দিকে নিয়ে গেছে। রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার মাশরাফিরও সেই অধিকার আছে কিন্তু একই সাথে খেলা চালিয়ে যাওয়া আবার রাজনীতি করা বড়ই বেমানান এই নিয়ে সে প্রচুর কথা শুনেছে, প্রচুর সমালোচনা তো আছেই আর থাকাটাই স্বাভাবিক।
আজ অনলাইনে তার আত্নপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্য শুনলাম, তার জায়গায় সে ঠিক, সোহেল তাজ যে কথাগুলি আন্দোলনের সময় বলেছিল মাশরাফিও এই কথাগুলি বলতে পারতো কিন্তু সে বলেনি সে দলের কাছে দায়বন্ধ ছিল।
কিছু নিউজ দেখলাম বর্তমান ক্রীড়া উপদেষ্টা চাচ্ছে মাশরাফি ত্রিুকেট বোর্ডের সভাপতি হোক (সত্য-মিথ্যা জানি না) আমার চাওয়া তাকে সভাপতি করা হোক। মানুষ ভুল করে আবার ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করে আমার বিশ্বাস মাশরাফি তাই করবেন, সে যদি সভাপতি পদে আসে আমার ধারণা আগামী দুই তিন বছরের মধ্যে ত্রিুকেট আমূল পবিবর্তন হবে। সে খুবই যোগ্য অন্তত এই পদে।
আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই আর সেই বাংলাদেশের সাথে মাশরাফি যোগ দিবে আমার এই প্রার্থনা।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩২