(ছবি, নেট)
দুঃখিত কিছু শব্দ অরুকির, আপনার অস্বস্তি হতে পারে এড়িয়ে যান।
গতকাল আমি বিজয় মিছিলে কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত গিয়েছি, কি পরিমান মানুষ উপস্থিতি হয়েছে তা আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি শুধু মানুষের ক্ষোভ প্রকাশ করার ভাষাগুলো শুনছিলাম।
স্লোগানগুলো ছিল-
ভুয়া, ভুয়া শেখ হাসিনা ভুয়া
ভেগেছে রে ভেগেছে মোদী বউ ভেগেছে
আর এত নোংরা ভাষায় তাকে তিরস্কার করেছে যদি শেখ হাসিনা দেখে না জানি লজ্জায় সুসাইড করে বসে। (আমি সেই শব্দগুলি লিখলাম না)
হাসিনা পতনের মধ্যে দিয়ে ভারত তার চারিপাশের শেষ বন্ধু রাষ্ট্রটি হারালো। কেন এমন হলো? শুধু দাদাগিরি দেখাতে গিয়ে আর বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে হাসিনাকে বেশি গুরুত্ব দিয়ে উচিত ছিল জনগনের সাথে সম্পর্ক তৈরি। এখন ভারতের উচিত নতুন করে সবার সাথে বন্ধুত্ব তৈরির জন্য আলোচনা শুরু করা। ভারতের খাদ্য আছে আর তার চারিপাশের সবার খাবার দরকার (চীন বাদে) ভারত এটাকে দিয়ে বন্ধত্ব করতে পারত কিন্তু তারা দাদাগিরি পথ বেঁচে নিয়ে এখন শূণ্য হস্তে।
যাই হোক এই বিজয় নায়কদের কাছে আমার একটা দাবি তারা যেন সংবিধানে একটি ধারা যুক্ত করে কেউ দুইবারের বেশি ক্ষমতা থাকতে পারবে না ।
আসুন সব ভেদাভেদ ভুলে, নতুন বাংলাদেশের সুন্দর সকাল উপভোগ করি।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৩