ছবি- নেট থেকে।
চলছে ই্উরো, চলছে কোপা তবুও ক্রিকেট নিয়ে একটু বেশি সময় গেল শুধুমাত্র বাংলাদেশের সেমিতে যাওয়ার সুযোগ আছে সেই হিসাব নিকাষ কষে কষে।
আমার এক কলিগ প্রায় বলে, বাংলাদেশ ক্রিকেট হলো- হিসাব-নিকাষ আর দিনেশেষে শূন্য হস্তে বিমান ধরা। আজকে দারুন সুযোগ ছিল সেমিতে যাওয়ার, এক ম্যাচ জিতে সেমিতে!! কি দারুণ ব্যাপার হতো তাই না। কিন্তু ব্যাটসম্যানদের অতি ভাল খেলার কারণে শেষমেষ ম্যাচ হার!!
আমার সদ্য বিদায় নেওয়া (অন্য কোম্পানিতে জয়েন করেছে) এক স্যার প্রায় বলতো- বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণালী যুগ শেষ। (যতটুকু সেই সময়ে তার পেরেছে বিনোদিত করেছে দর্শকদের) এখন এভাবেই হা-হুতাশে যাবে।
দায়িত্বশীল শব্দটি বাংলাদেশে বেশ বেমান বলা যায়, এই যেমন কর সংগ্রাহক কর আদায় করে জমা না দিয়ে নিজের সম্পদ হিসাবে যোগ করে নিয়েছে!! চমৎকার দায়িত্বশীল!! বেজি আইনের পোশাক পরে আইনের সুশাসনের বদলে কুসাশন করে সম্পদ করেছে, চমৎকার দায়িত্বশীল না? ক্রিকেটারদের এই জন্য বেশি দোষ দেই না এ দেশে টপ টু বটম অপেশদার, দায়িত্বজ্ঞানহীন সে দেশে কিভাবে একটা জায়গায় দয়িত্বশীল শব্দটি দায়ত্বিবান হয়ে উঠবে?
একমাত্র দায়িত্বশীল হিসাবে দেশে আছে একজন। নিশ্চয়ই সে কে বুঝে ফেলেছেন?
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:২৭