আজকের প্রথম আলোর অনলাইনে প্রকাশিত।
বাংলাদেশ তিনটি প্রকৃতিক অমূল্য সম্পদ পেয়েছে, এক, সুন্দরবন, দুই, কক্সবাজার, তিন, প্রবালদ্বীপ সেন্ট-মার্টিন।
কক্সবাজার ইতিমধ্যেই প্রায় নষ্ট করে ফেলেছি আমরা অপরিকল্পিত হোটেল মোটেল তৈরি করে। সুন্দরবনে যাওয়া আসা সহজতর নয় বলে সেখানে পর্যটকের ভিড় তুলনামূলক কম তবে চোরা কারবারি প্রতিনিয়ত বড় বড় সুন্দরী গাছ কেটে নিয়ে যাচ্ছে বন বিভাগের সাথে আতাত করে আর দেশের একমাত্র প্রবাল দ্বীপ অতিরিক্ত পর্যটক গমন আর যততত্র হোটেল কটেজ তৈরি ফলে এখন প্রায় মৃত!!
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা হচ্ছে সেন্ট-মার্টিন, এর নীল জলরাশি ভ্রমণ পিপাসুদের বারবার ডাকে তাছাড়া সেন্ট-মার্টিন যাওয়া আসার পথটি পর্যটকদের মনে আলাদা একটি আনন্দ তৈরি করে।
সরকারের অবহেলার সুযোগে মাফিয়া গোষ্টি পুরো দ্বীপ গিলে ফেলার উপক্রম করেছে। খুব দ্রুত যদি এদিকে নজর না দেয় দায়িত্বশীলরা তাহলে হয়তো আমরা হারিয়ে ফেলবো স্রষ্টার এক অপূর্ব দান।
কিভাবে দিনে দিনে ধংস হচ্ছে সেন্ট-মার্টিন তা নিচের লিংক গুলো পড়লে বুঝবেন, যা প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।
সেন্ট মার্টিনকে মেরে ফেলা হচ্ছে
সেন্ট মার্টিনের সৈকতেও এখন যানজট
প্রথম আলোয় কিছু ভিডিও প্রতিবেদন করেছে, চাইলে আজকের অনলাইন দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬