ছবি- নেট।
নিরেপক্ষ ব্যক্তিও কাউকে না কাউকে ভোট দেয়, কথাটি সত্য তাহলে সেই ব্যাক্তি কিভাবে নিরেপক্ষ থাকে? তাহলে কেন নিরেপক্ষ সরকারের অধীনে বিরোধীরা ভোট চাচ্ছে? নিরেপক্ষ বলতে কি কেউ আছে? আমি বলি- আছে, তাহলে কে? যারা কাউকে কাউকে না ভোট দেয় সেই ব্যাক্তিদের মধ্যে একজন, দশজন অথবা সবাই।
ধরুন, আওয়াল সাহেব নেীকা মার্কায় ভোট দিলেন, তাহলে তিনি কি নিরেপক্ষ থাকতে পারবেন না? পারবেন, কিভাবে? যদি তিনি নিশ্চিত করতে পারেন কাদের সাহেবের নেীকা মার্কায় ভোট দেওয়া সাথে ফখরুল সাহেব কেউ ধানের শীর্ষের ভোট দেওয়ার পূর্ণ সুযোগ করে দেওয়া কোন প্রকার দাঁড়ি, কমা, সেমিকোলন উল্লেখ না করে।
সহজ কথায় নিজের ভোট প্রদান হলো আদর্শিক আর অন্যকে তার রায় দেওয়ার পথ তৈরি করে দেওয়া হলো দায়িত্ব, দায়িত্ববোধ আর দায়িত্ববোধ হল নিরেপক্ষ শব্দের মূল কথা।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৯