ছবি, নেট থেকে।
আমি গনতন্ত্র বিশ্বাসী মানুষ, বর্তমান স্বৈরশাসক থেকে মুক্তি চাই কিন্তু এটাও চাই এই মুক্তির পর যেন দেশ সত্যিকারের গনতন্ত্র পথে চলে। আমি ডাকাতের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে চোরের হাতে দিতে রাজী নই, চোর হয়তো দেশের মালিকদের ভয় করে তবুও ডাকাত, চোর দুটোই একেবারে উপড়ে ফেলে দিতে হবে। ডাকাত ও চোর শব্দ দুইটি দলীয় মার্ক না করে শীর্ষ নেতৃত্ববৃন্দদের মার্ক করুন তাহলে সমাধান এই দলগুলোর ভিতর থেকে করা সম্ভব।
গতকাল দেখলাম বিএনপি জাতীয় সরকার করতে চায় তবে নির্বাচনে জয়ী হওয়ার পর! কিভাবে হবে এই সরকার গঠন? তাদের কথার ভাবার্থ অনুযায়ী ছোট দলের কোন বড় নেতা নির্বাচনে পরাজিত হলেও তাকে সরকারে রাখার চিন্তাভাবনা থাকবে। তাছাড়া আর একটি প্রস্তাব আছে দুই স্তর সংসদ পদ্ধতি। দ্বিতীয় প্রস্তাবটি বেশ চমৎকার ক্ষমতার বিকেন্দ্রীকরনের ক্ষেত্রে।
তবে এই যে, চিন্তাভাবনা আছে, ইচ্ছে আছে, সুযোগ পেলে করবো এই শব্দগুলো হলো জনগণের সামনে মূলা ধরার মত, শুভঙ্করের ফাঁকি!
বর্তমান জনগণ যেমন এই স্বৈরশাসন থেকে মুক্তি তেমনি তারা স্পষ্ট বার্তা চায় যারা ক্ষমতা আসতে চায় তাদের কাছ থেকে।
সবকিছু স্পষ্ট হবে, যেমন বলতে হবে আমরা সংখ্যাগরিষ্ঠ হলে ছয়মাসে মধ্যে সংবিধানের এই অনুচ্ছেদ বাতিল করবো, এই অনুচ্ছেদ সংযোজন করবো। এক বছরের মধ্যে ক্ষমতা এই এই পর্যায়ে বিকেন্দ্রীকরণ করবো।
সবকিছু খোলাসা করে, স্পষ্ট ভাষায় জনগণের কাছে বলতে হবে নইলে জনগণ ফেসবুকে দুটো গালি দিবে রিস্ক নিয়ে রাস্তায় বা ভোট কেন্দ্রে যাবে না, কারণ জনগণের খুব বেশি ঠেকা পড়েনি স্বৈরাচার তাড়িয়ে পরিবারতন্ত্রের কবলে পড়ার জন্য রিস্ক নিবে।
দ্বিতীয় স্তর সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমার একটি পদ্ধতি আছে, (বলতে পারেন আমেরিকা মোডেল) নিম্নকক্ষ হবে বর্তমান নিয়মে তবে উচ্চ কক্ষ হবে জেলাভিত্তিক, বর্তমান জেলা আছে ৬৪ টি আরো একটি বাড়িয়ে ৬৫ টি করতে হবে। আসন ভিত্তিক ভোটে এমপি নির্বাচিত হবে আর জেলার সব আসনের ভোট যে দল বেশি পাবে সেই দল জেলার সিনেটর নির্বাচিত হবে আর যে দল ৩৩টি সিনেট পদ দখল করবে সেই দল ক্ষমতায় যাবে, এতে স্থানীয় জনগণের চাহিদার প্রতিফলন হবে সাথে সমগ্র দেশের জনগণের রায়ের প্রতিফলনও হবে।
নিম্নকক্ষ ও উচ্চকক্ষের ক্ষমতার ভারসাম্য আলোচনা করে বুদ্ধিজীবি রাজনীতিবিদরা করবে। এতে করে দেখা যাবে ধীরে ধীরে একক ক্ষমতা কমে আসবে, গনতন্ত্র মজবুত হবে।
অবশেষে বলবো, স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তিপাক।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২২ রাত ৮:০৬