একটু থামুন, দুই মিনিটের গল্প
এক নিশ্বাসে শেষ!
ছবিটি দেখুন, মন দিয়ে-
এরপর দশ মিনিট ...
কি করবেন?
দলমতের উর্ধ্বে উঠে, ভাবুন, প্রয়োজনে ছবিটি বারবার দেখুন।
এরপর নিজের বিবেকের কাছে তিনটি প্রশ্ন করুন।
এক, আসলে কি নিম্নবিত্ত, মধ্যবিত্তরা ভাল আছে?
দুই, ভাল থাকার জন্য দুমুঠো ভাত নাকি ভুতুড়ে খরচের সড়ক দরকার?
তিন, খাদ্য মৌলিক অধিকার সবার, এটা কি নিশ্চিত হয়েছে?
এখন যদি আপনার উত্তর হয়, এই ছবিটি মিথ্যা
প্রশ্নগুলো অবান্তর!
ধরে নিবো, আপনি আর মানুষ নেই, অমানুষের গোত্রের।
যদি নিরব থাকেন
তবে বুঝবো, এখনো হৃদয়ের কোথাও মানুষ শব্দের অস্তিত্ব অবশিষ্ট আছে।
দু'চোখের জল যদি বেয়ে পড়ে
তাহলে সালাম, প্রণাম
আপনি আছেন বলেই পৃথিবী এখনো টিকে আছে
আপনি আছেন বলেই বিপ্লবী শব্দটি এখনো উত্তপ্ত হয়।
৯ই ফেব্রুয়ারি'২০২২
কাঁচপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩৯