বাংলাদেশি কোম্পানির বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে দেখে যারা গর্ববোধ করেন আমি তাদের একজন।
কিন্তু গতকাল রাতে আমার অতি স্বাদের প্রাণ চানাচুর এর প্যাকেট খুলেই পেলাম আস্ত সিগারেটের ফিল্টার!!
প্যাকেটের গায়ে লেখা ব্যাচ নং B:3,03:24,CM-LC NO-7248
প্রান এর কাস্টমার কেয়ারে ফোন দিলাম সর্যি বলে ভুংভাং বুঝাইলো, ভোক্তা অধিকার অধিদফতর এ অভিযোগ করলাম বললো বিষয়টা দেখবে।
মাঝখানে প্রান কোম্পানি ঠিকানা রেখে দিলো না জানি ঘুমই করে দেই..এই দেশে আইন বলেন অধিকার বলেন, সব এই সকল বেনিয়া পুজিবাদী কোম্পানি জন্য সংরক্ষিত, সাধারণ জনগণ হচ্ছে পালের তিন নম্বর বাচ্চা..
আপনি চিন্তা করতে পারেন কত অসতর্ক হলে প্রান কোম্পানিরর মত বৃহৎ কোম্পানির চানাচুরে সিগারেটের ফিল্টার পাওয়া যায়!!!
অবশ্য তারা টাকার জোড়ে নাকি বলে স্বাদ বাড়ানোর জন্য দিছি, আমার কথা হলো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে থাকলে উপাদান লিখে দিয়েন সিগারেটের ফিল্টার আছে চানাচুরে..
কোথাও কোন প্রতিকার না পেয়ে সামুতে দিলাম দেখি জনগণ কে একটু সতর্ক করি, যেন বড় কোম্পানির বাহারি বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে নিজে যাচাই করে পন্য কিনে।।
সবচাইতে বড় কথা এটার সাথে পাবলিক হেলথ জড়িত তাই সচেতন করা আমার কর্তব্য মনে করলাম।।
বেশি করে শেয়ার করুন যাতে বাংলাদেশের সব মানুষ প্রান এর অপকর্ম সম্পর্কে জানতে পারে।।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭