রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কর্মশালার মাধ্যমে কর্মীদের ধারাবাহিক প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
সকালে মহানগর দক্ষিণের সবুজবাগে ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশে স্থিতিশীলতা আনতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন।
মির্জা আব্বাস বলেন, আমি রাজনৈতিক নেতা হিসেবে বলি, আমি আশাবাদী নির্বাচন হবে। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি ভাবি, অনেকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।
তার দাবি, নির্বাচনের কথা উঠলেই জনসমর্থনহীন একটি পক্ষ নির্বাচন বিলম্ব করার পক্ষে নানা অজুহাত তুলছে।তিনি আরও বলেন, আমরা তো বার বার বলেছি, নির্বাচন হলে আমাদের মাঠে থাকতে হবে। আমরা মাঠে থাকবো। জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা সরকারে যাবো। জনগণ যদি আমাদের ভোট না দেয়, যাকে দেবে তাকে আমরা মেনে নেবো।
এর আগে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায়, আবারও এক-এগারোর মত ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
নির্বাচনই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত মন্তব্য করে ভোটের জন্য যতোটা সংস্কার দরকার, অতিদ্রুত সেটি শেষ করে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২৫ রাত ৯:৩৩