অন্ধকারে আলো এসে পড়ে
আমি দেখি কিছু ছায়া, কিছু অবয়ব স্থির হয়ে দাঁড়িয়েছে
দ্বিধার ওপাশে
বড় চেনা লাগে-ঠোঁটের কোণায় লেগে থাকা
বিকেলের সোনামুখী রঙ, উড়ো চুল
শাদাকালো কোন ছবি তেমন আকুতি নিয়ে আঁকবে কী তাকে?
জানা নেই
জানা নেই প্রয়োজনে কতটা নিবিড় হয় লবণাক্ত ঢেউ
প্রয়োজনে কতটা বা সরে যায় দূরে
চক্রবাল জুড়ে কেন যে শুধুই ডানা মেলে আবছায়া পাখি
এমনই প্রশ্ন কিছু রয়ে গেছে বাকি
অপেক্ষায় থাকি
যে সব স্পর্শ ছিল বরফশীতল
যে সব দিনের শেষে নামেনি গোধূলি
যে সব রাস্তা কোন মাঠের খবর রাখতো না
তেমনি দিনের শেষে তেমনি রাস্তা ধরে একা
অনায়াস হেঁটে যেতে অনভ্যাসে বড় শীত করে
ওদিকে অন্ধকারে আলো এসে পড়ে
আমি দেখি দ্বিধার ওপাশে
তার অবয়ব, ছায়ারঙে স্থির হয়ে থাকে
শাদাকালো কোন ছবি তেমন আকুতি নিয়ে আঁকবে কী তাকে?
@
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩