কবিতা - শাদাকালো কোন ছবি
অন্ধকারে আলো এসে পড়ে
আমি দেখি কিছু ছায়া, কিছু অবয়ব স্থির হয়ে দাঁড়িয়েছে
দ্বিধার ওপাশে
বড় চেনা লাগে-ঠোঁটের কোণায় লেগে থাকা
বিকেলের সোনামুখী রঙ, উড়ো চুল
শাদাকালো কোন ছবি তেমন আকুতি নিয়ে আঁকবে কী তাকে?
জানা নেই
জানা নেই প্রয়োজনে কতটা নিবিড় হয় লবণাক্ত ঢেউ
প্রয়োজনে কতটা বা সরে যায় দূরে
চক্রবাল জুড়ে কেন যে শুধুই ডানা মেলে আবছায়া... বাকিটুকু পড়ুন
১৩ টি
মন্তব্য ১৬৬ বার পঠিত ৪