আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে । গ্রুপ টা সম্পূর্ণ নতুন, ব্র্যান্ড নিউ এবং মনে করছি ইউনিক একটা গ্রুপ।
কেন খোলা হচ্ছে? আমাদের উদ্দেশ্য কি?
১. আমরা যারা বিশ্ববিদ্যালয় এ পড়ি বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এর তাদের অনেকের পাঠ্য বই কিনতে অনেক কষ্ট হয়ে যায়। তাদের জন্য এই গ্রুপ।
২. হ্যা নীলক্ষেতে তো এই সব পুরোনো বই পাওয়াইই যায়। তারপরেও এই গ্রুপের কি দরকার। ভাইয়া/আপু নীলক্ষেতে যারা ব্যবসায়ী তারা তো প্রচুর লাভ করবে। এখানে তো কেউই ব্যবসায়ী না। সবাই স্টুডেন্টস। এখানে বই বিক্রি করা হচ্ছে না।
৩. কেউ বই এর জন্য পড়তে পারছে না। এই টা গ্রুপের কোন সিনিয়র ভাইয়া /আপু তাকে তার পুরোনো বইটা ধার না দিয়ে পারবে না। আচ্ছা না দিক। কেউ কেউ একদম নাম মাত্র মূল্যে দিয়ে দিবে। নীলক্ষেতের চড়া দামে না ।
৪. শুধু বই না। কিছু লেকচার শীট। একটা টপিকস এর একটা পড়া বুঝতে পারছি না। গ্রুপে উন্মুক্ত পোষ্ট থাকবে। সিনিয়র ভাইয়া/আপুরা দেখলে উনারা উইলিংলি হেল্প করবেন। আমার বিশ্বাস। কারন আমরা বিশ্ববিদ্যালয় এ পড়ি, আমাদের মনটা ওতো ছোট না।
৫. ভার্সিটি তে পড়ার সময় টিচার রা বিভিন্ন Assignment, Term Paper, Project, Presentation, Notes etc দিয়ে থাকে, এগুলা যদি সিনিয়র/ভাইয়া আপুরা শেয়ার করেন জুনিয়র দের বেশ উপকার হবে ইনশাআল্লাহ ।
৬. একবার ভাবুন। গ্রুপটা মাত্র নতুন। যদি আমরা এখানে দেশের সব পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর সিনিয়র/জুনিয়র একত্র হতে পারি। তাহলে কত্ত বড় একটা কমিউনিটি হয়ে যাবে। চিন্তা করুন। একটা ভাল উদ্দেশ্য এ খোলা। আপনি জয়েন হয়ে থাকলে আপনার সব সব ফ্রেন্ডস দের জয়েন করান। https://www.facebook.com/groups/old.bookshelf/
কোন বাণিজ্যিক উদ্দেশ্য না। কল্যাণময় হয়ে উঠুক সবার জীবন।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭