তোমায় খুঁজে রোদ বৃষ্টি
তোমায় খুঁজে জরা
তোমায় খুঁজে বিসন্নতা, কালো মেঘ
এই হৃদয়ের খরা।
তোমায় খুঁজে পহেলা ফাল্গুন
হলুদ শাড়ির লাল পাড়,
তোমায় খুঁজে এক পশলা বৃষ্টি
আচানক পবন দোলা অদ্ভুতরে অনুভূতি সৃষ্টি
খুঁজে প্রেম ভালবাসা দেবতার।
তোমার তুমি আমার কাছে
অন্যরকম অধিকার,
এক অন্যরকম আবেগ, ভালোলাগা
ভালবাসা মহিমার।
তোমায় নিয়ে তুমি আমি
বিশাল এক ভালবাসার জগত,
তুমি পাশে থাকলে যেন
বিষণ্ণ ক্ষণে বিহঙ্গের ডানা ঝাপটানো
উন্মাত্ত দিগ্বিদিক ছুটে চলা ঐরাবত।